১৯৮৮ সিওল অলিম্পিকে মহিলাদের তিরন্দাজিতে সোনা জিতে আসছে দক্ষিণ কোরিয়া। এরপর টানা ৯টা অলিম্পিকে সোনা জিতল কোরিয়া। একটা খেলায় র কোনও দেশের এত একচেটিয়া আধিপত্য নেই।
অলিম্পিকের ইতিহাসে তিরন্দাজি থেকে মোট ২৭টি সোনা, ৯টি রুপো, ৭টি ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া। প্রসঙ্গত, চলতি প্যারিস অলিম্পিকে মহিলাদের দলগত বিভাগে ভারত কোয়ার্টারক ফাইনালে হারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এবার সেমিতে ডাচদের হারায় দক্ষিণ কোরিয়া। অন্য সেমিফাইনালে চিন হারায় মেক্সিকোকে। ব্রোঞ্জ নির্ধারক ম্যাচ মেক্সিক হারায় ডাচদের।
দেখুন খবরটি
#SouthKorea extended its perfect record in women's #archery by clinching the #Gold medal for the 10th time, defeating #China in a thrilling final.#Paris2024 #OlympicGames #Olympics2024Paris pic.twitter.com/gpWhgG3fvr
— know the Unknown (@imurpartha) July 28, 2024
২০২০ টোকিও অলিম্পিকে তিরন্দাজির যে পাঁচটা বিভাগে খেলা হয়েছিল, তার মধ্যে চারটিতেই সোনা জিতেছিল দক্ষিণ কোরিয়া। একমাত্র পুরুষদের ব্যক্তিগত বিভাগ ছাড়া টোকিও অলিম্পিকের তিরন্দাজির সব বিভাগেই সোনা জেতে তারা।