Wiaan Mulder. (Photo Credits: X)

South Africa: অধিনায়ক উইয়ান মুল্ডারের নজির গড়া অপরাজিত ৩৬৭ রান করা টেস্টে সহজেই জিতল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনে জিম্বাবোয়ে ইনিংস ও ২৩৬ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ২-০ জিতল প্রোটিয়ারা। টানা দশটি টেস্টে জিতল প্রোটিয়ারা। বুলাওয়ে টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৬২৬ রানে ডিক্লেয়ার করেছিল। এরপর প্রথম ইনিংসে ১৭০ রানে অল আউট হয়ে ফলো অনের মুখে পড়ে জিম্বাবোয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ক্রেগ এরভিনরা ২২০ রান করে আড়াই দিনে টেস্ট হেরে বসেন। ৮৩ রানে অপরাজিত থেকে দারুণ ইনিংস খেলেন সেন উইলিয়ামস। জিম্বাবোয়ের মাটিতে দীর্ঘ ৯ বছর পর টেস্ট খেলতে নেমে দুটি আলাদা অধিনায়কের নেতৃত্বে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। তেম্বা বাভুমা-কে বিশ্রাম দেওয়ায় জিম্বাবোয়েতে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে জেতান কেশব মহারাজ।

দীর্ঘ ১৭ মাস টেস্টে অপরাজিত দক্ষিণ আফ্রিকা

এরপর তিনি চোট পাওয়ায় প্রথম দেশকে নেতৃত্ব দিয়ে নজিরগড়া ৩৬৭ রানের ইনিংস খেলে দলকে দ্বিতীয় টেস্টে জেতালেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকা টেস্টে ক্রিকেটে অপরাজিত রয়েছে দীর্ঘ ১৭ মাস। শেষবার প্রোটিয়ারা হারে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইতে প্রথম টেস্টে বাভুমারা হেরেছিলেন ২৮১ রান।

আগামী চার মাস শুধুই টি২০ আর ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ২-০ জেতা এই টেস্ট সিরিজটি যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অংশ নয়। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা পাইনি জিম্বাবোয়ে। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে ১৪ নভেম্বর থেকে। তার আগে প্রোটিয়ারা আগামী চার মাস জিম্বাবোয়েতে ত্রিদেশীয় টি-২০ সিরিজ (নিউ জিল্যান্ড তৃতীয় দল), অগাস্টে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও বিদেশ সফরে সেপ্টেম্বরে ইংল্যান্ডে ওয়ানডে ও টি-২০ সিরিজে অংশ নেবে। গত মাসেই প্রথমবার আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতেছিলেন বাভুমারা।