সেঞ্চুরিয়ান টেস্টের (Centurian Test) দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৪ রানে অল আউট হলেও, টিম ইন্ডিয়া ৩০৪ রানের বড় লিড তুলে নিল। সঙ্গে বিপক্ষের দশ উইকেট তুলে নিতে আজকের একটা গোটা সেশন ও কাল, টেস্টের শেষদিনে গোটা একটা দিন পাওয়া যাবে। সেঞ্চুরিয়ানে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড হল ২৫১ রান। ২০০০ সালে সেঞ্চুরিয়া টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ২৫১ রান তুলে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও দল চতুর্থ ৩০০ প্লাস রান তাড়া করে টেস্টে জিতেছে এমন নজির মাত্র একবারই হয়েছে। যাই হোক, বিরাট কোহলিদের সামনে এখন চ্যালেঞ্জ শুধু বিপক্ষের দশ উইকেট তোলারই নয়, আবহাওয়ার সঙ্গে। স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবারের মত আগামিকাল, বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, চলতি সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতেও ধুয়ে যায়। এরপরেও ভারতের সামনে ম্যাচ জয়ের হাতছানি।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের যা হাল, আর শামি-বুমরারা যেভাবে আগুন ঝরাচ্ছেন, তাতে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস শেষ করতে সময় লাগে কত সময় লাগে সেটাই এখন দেখার। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করতে শামিরা সময় নিয়েছেন ৬২.৩ ওভার। পিচের এখন যা হাল তাতে শামিরা অন্তত ৪০-৪৫ ওভার বল করার সুযোগ পেলেই টিম ইন্ডিয়া কেল্লাফতে করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা। সেক্ষেত্রে আজ, ম্যাচের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসে যতটা ক্ষত তৈরি করা যায় ততই মঙ্গল। কারণ বৃহস্পতিবার, খেলার শেষদিনে আবহাওয়া নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থাকছেই। আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, কাল জানা যাবে মহারাজ ওমিক্রনে আক্রান্ত কি না
দেখুন টুইট
Target set 🎯
South Africa need 305 runs for a victory.
Can they chase this down?
Watch #SAvIND live on https://t.co/CPDKNx77KV (in select regions) 📺#WTC23 | https://t.co/qi2EfKhLHp pic.twitter.com/GiHe4tgOVK
— ICC (@ICC) December 29, 2021
দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিং হতাশই করল। গতকাল, আউট হয়ে গিয়েছিলেন মায়াঙ্ক আগরওয়াল। আজ, শুরুতেই আউট হন নাইট ওয়াচম্যান শার্দুল ঠাকুর (১০)। এরপর লোকেশ রাহুল (১০)-কে ফেরান লুঙ্গি। রাহুলের পর ভারতের দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ধাক্কা দেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি তরুণ পেসার মার্কো জানসেন। জানসেন আউট করেন কোহলিকে (১৮)। ৬৪ বল খেলে ১৬ রান করে এরপর ফেরেন চেতেশ্বর পূজারা।
আজিঙ্ক রাহানে (২০)-ও বেশিক্ষণ টেকেননি। ২ উইকেটে ৫৪ থেকে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ১১১। শেষের দিকে ঋষভ পন্থ (৩৪), রবীচন্দ্রন অশ্বিনের (১৪)-র সৌজন্যে ভারতের রান ১৭৪ অবধি যায়। রাবাদা ৪২ রান দিয়ে ৪টি ও জেনসন ৫৫ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেওয়া লুঙ্গি দ্বিতীয় ইনিংসে নেন ২টি উইকেট।