Pakistan vs South Africa 1st ODI. (Photo Credits:X)

Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team 1st ODI: Pak বনাম SA: ফয়সালাবাদে শুরু হল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্য়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলা। পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল - এর লাইভ স্ট্রিম কোথায় দেখতে পাওয়া যাবে। PAK vs SA 1st ODI Match at Faisalabad মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। শুরুটা দারুণ করেছেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও লুহান দ্রে প্রিটোরিয়াস।  অভিষেক ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করে ব্যাট করছেন লুহান প্রিটোরিয়াস। এই সিরিজে খেলছেন না দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার দিওয়াল্ড ব্রেভিস। ব্রেভিসকে একেবারে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে। দেখুন সরাসরি ম্য়াচের স্কোরবোর্ড

খেলছেন না ব্রেভিস, প্রোটিয়াদের নেতৃত্বে ব্রেটতজ

পাকিস্তানে চলতি ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ব্রেটতজকে। জীবনের সপ্তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমে একেবারে জাতীয় দলের অধিনায়ক হলেন ব্রেটতজকে। আইডেন মার্করাম, কাগিসো রাবাদা, কেশব মহারাজ সহ বেশ কয়েকজন প্রথম সারির তারকা ক্রিকেটার ছাড়াই দক্ষিণ আফ্রিকা এই সিরিজে খেলতে নামছে। সেখানে পাকিস্তান খেলছে পূর্ণশক্তিতেই। এই ম্য়াচে পাকিস্তানের প্রথম একাদশে আছেন- ফকহর জামান, সাইম আয়ুব, বাবর আজম, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সলমন আঘা, হুসেন তালাত, হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), নাসিম শাহ ও আব্রার আহমেদ।

দেখুন সরাসরি এই ম্যাচের স্কোরবোর্ড

কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে টি-২০ সিরিজে হারিয়েছে পাকিস্তান

চলতি পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ১-১ ড্র, টি-২০ সিরিজে ১-২ হেরে যায়।