AUS vs SA ODI Series 2025: টি-২০ সিরিজে একটুর জন্য হারের পর, অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ হল দক্ষিণ আফ্রিকা (South Africa)-র। মঙ্গলবার কেয়ার্ন্সে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া (Australia) কে ৯৮ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন তেম্বা বাভুমা (Temba Bavuma)-রা। বাভুমাদের অনবদ্য জয় এনে দেওয়ার নায়ক দলের তারকা স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) (৩৩ রান দিয়ে ৫টি উইকেট)। জিততে হলে ২৯৭ রান করতে হবে এমন শর্তে নেমে অনবদ্য খেলছিলেন অজি অধিনায়ক-ওপেনার মিচেল মার্শ। কিন্তু ১ উইকেটে ৬১ থেকে কেশব মহারাজের অবিশ্বাস্য ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৮৯ হয়ে যেতে বেশি সময় নেয়নি। ৮ ওভারের মধ্যেই খেলা একাই ঘুরিয়ে দিলেন মহারাজ।
মহারাজের পাঁচটি উইকেটের মধ্য়ে তিনটি বোল্ড, দুটি এলবি
৩৫ বছরের বাঁ হাতি স্পিনার পরপর আউট করলেন মার্নাস লাবুশানে (১), ক্যামেরুন গ্রিন (৩), জোশ ইংলিশ (৫), আলেক্স কারি (০) ও অ্যারন হার্ডি (৪)-কে। সেই সময় ২৮ রানের মধ্যে অজিরা হারায় ৫টি উইকেট। সেখানেই ম্যাচ কার্যত শেষ হয়ে যায় ।মহারাজ যে পাঁচটি উইকেট নেন তার মধ্যে তিনটি বোল্ড ও দুটি এলবি। তাঁর ঘূর্ণির সামনে অসহায় আত্মসম্পর্ণ করেন অজি ব্যাটাররা। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেটের মাইলস্টোন গড়লেন মহারাজ। শেষের দিকে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে আউট হন মিচেল মার্শ (৯৬)। ৪.২ ওভার বল করে মাত্র ৯ রান খরচ করেই পাঁচটি উইকেট নিয়ে ফেলেছিলেন মহারাজ।
দেখুন মহারাজের ম্যাজিকাল স্পেল
Keshav Maharaj with a beauty to nail Cam Green! #AUSvSA pic.twitter.com/23841JVVEN
— cricket.com.au (@cricketcomau) August 19, 2025
ভাল খেলেন মার্করাম, বাভুমা
এদিন প্রথনে ব্যাট করতে নেমে আইডেন মার্করাম (৮২), তেম্বা বাভুমা (৬৫) ও ম্যাথু ব্রেটজে (৫৭) ভাল ইনিংস খেলেন। চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩১ শুক্রবার, ম্যাকাইতে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় দক্ষিণ আফ্রিকা মোট ৪টি ম্যাচ খেলেছেন। তিনটি টি-২০ ও একটি ওয়ানডে। ফল-২:২।