AUS vs SA ODI Series 2025: টানা দুটি ম্যাচে জিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জিতল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ম্যাকাইয়ে দ্বিতীয় ওয়ানডে (Mackay ODI) ম্যাচে অস্ট্রেলিয়া-কে ৮৪ রানে হারিয়ে সিরিজ পকেটে পুড়ল প্রোটিয়ারা। গত মঙ্গলবার চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাটে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফলে টানা দুটি ম্যাচে জিতে সিরিজ জেতা নিশ্চিত করলেন বাভুমা-মার্করামরা। রবিবার সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডে ম্যাচটা মার্শদের কাছে এখন শুধুই হোয়াইটওয়াশ রোখার। এই প্রথম অস্ট্রেলিয়া দেশের মাটিতে টানা দুটি ম্যাচে দুশো রানের কমে অল আউট হল। দক্ষিণ আফ্রিকার ২৭৭ রানের জবাবে অস্ট্রেলিয়া এদিন মাত্র ১৯৩ রানে অল আউট হল। এই ওয়ানডে সিরিজের আগে হওয়া টি-২০ সিরিজে ২-১ জিতেছিল অস্ট্রেলিয়া।
42 রান দিয়ে 5 উইকেট নিয়ে ম্য়াচের সেরা লুঙ্গি
সিরিজে অধিনায়ক তেম্বা বাভুমা-কে বিশ্রাম দিয়ে আইডেন মার্করামের নেতৃত্বে নেমে মিচেল মার্শদের এদিন উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ২৭৭ রান করার পর, অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৩ রানে অল আউট করে জিতলেন মার্করাম। ৪২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে এদিন প্রোটিয়া শিবিরের জয়ের নায়ক তারকা পেসার লুঙ্গি এনগিদি (Lungi Ngidi)। দেখুন প্রথম ইনিংসের ম্য়াচ রিপোর্ট
লুঙ্গি নাচে সিরিজ জয়
That's a fifth wicket secured for Lungi Ngidi and the series for South Africa! @BKTtires | #PlayoftheDay | #AUSvSA pic.twitter.com/xkjSlbB9yc
— cricket.com.au (@cricketcomau) August 22, 2025
কীভাবে জিতল দক্ষিণ আফ্রিকা
রান তাড়া করতে নেমে ৩৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। পাঁচ নম্বরে নেমে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি উইকেটকিপার-ব্যাটার জোশ ইংলিশ (৭৪ বলে ৮৭)। ইংলিশের সঙ্গে কিছুটা লড়েন ক্যামেরন গ্রিন (৩৫)। গ্রিনের আউটের পর ৪ উইকেটে ১৩৩ থেকে অস্ট্রেলিয়ার শেষ ৬টি উইকেট পড়ে ৬০ রানের মধ্যে। তারকা ওপেনার ট্রাভিস হেড (৬) থেকে অধিনায়ক মিচেল শর্মা (১৮), আলেক্স কারি (১৩)-রা ব্যর্থ হন। টানা দুটি ম্যাচে অস্ট্রেলিয়া দুশো রানের কমে অল আউট হল। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে মার্শরা মাত্র ১৯৮ রানে অল আউট হন, আর এদিন হলুদ জার্সিরা তারকা খচিত ব্যাটিং লাইনআপ মাত্র ৩৭.৪ ওভারে ১৯৩ রানে অল আউট হল।
দারুণ ইনিংস খেলেন ব্রেটজে ও স্টাবস
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত ব্যাটিং করেন মিডল অর্ডারের দুই প্রতিশ্রুতিমান তারকা ম্য়াথুউ ব্রেটজে (৭৮ বলে ৮৮) ও ক্রিস্টান স্টাবস (৭৪)। টানা চারটে ওয়ানডে ম্যাচে হাফ সেঞ্চুরি করে নজির গড়লেন ব্রেটজে।
ওয়ানডে-তে দুর্দিন অস্ট্রেলিয়ার
Lost by 2-1 vs Pakistan 🇵🇰
Lost by 2-0 vs Sri Lanka 🇱🇰
Lost by 2-0* vs South Africa 🇿🇦
The Mighty Aussies just lost their third consecutive ODI series today ❌#AUSvSA pic.twitter.com/aZLJv6rfQs
— Cricketangon (@cricketangon) August 22, 2025
ওয়ানডে ক্রিকেটে আচমকাই এখন মহা দুর্দিন অস্ট্রেলিয়ার। পাকিস্তান, শ্রীলঙ্কার পর এবার দক্ষিণ আফ্রিকা-টানা তিনটি ওয়ানডে সিরিজে হারল অজিরা।