AUS vs SA 2nd T20I: ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) অবিশ্বাস্য ৫৬ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৫৩ রানে জিতল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তিন ম্যাচের টি-২০ সিরিজ এখন ১-১। আগামী শনিবার কেয়ার্ন্সে সিরিজের ফয়সালা হবে। মঙ্গলাবর ডারউনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করেছিল ৭ উইকেটে ২১৮ রান। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস ১৭.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়। অজি তারকা টিম ডেভিডের ১৯ বলে ৫০ রান ছাড়া বড় রানের সামনে আর কোনও অস্ট্রেলিয়ান ব্যাটার লড়তে পারেননি। এর আগে এদিন অজিদের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করে বাইশ গজের দুনিয়াকে চমকে দেন ব্রেভিস।
অবিশ্বাস্য ইনিংস ব্রেভিসের, ৪১ বলে সেঞ্চুরি, ৫৬ বলে ১২৫ রান
প্রোটিয়া কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সের মত কায়দায় ব্য়াটিং করেন বলে ব্রেভিসকেই অনেকেই 'বেবি এবি' বলেন। ২২ বছরের সেই বেবি এবি এদিন অজিদের বিরুদ্ধে ৪১ বলে সেঞ্চুরি করে একাই মাতিয়ে দিলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ব্রেভিসের এটি প্রথম সেঞ্চুরি। তাঁর সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করল ৭ উইকেটে ২১৮ রান। অথচ একটা সময় দ্রুত ফিরে যান টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার- আইডেন মার্করাম (১৮), রায়ান রিকেলটন (১৪) ও লুহান-দ্রে প্রিটোরিয়াস (১০)। ৫৭ রানে ৩ উইকেট থেকে শুরু হয়ে ব্রেভিসের সুনামি।
ব্রেভিস ঝড়
The second-quickest T20I hundred from a South African player!
Dewald Brevis, take a bow 👏#AUSvSA pic.twitter.com/JOpk3tptGT
— cricket.com.au (@cricketcomau) August 12, 2025
নজিরের ছড়াছড়ি
চার নম্বরে ব্যাট করতে নেমে ব্রেভিসের অপরাজিত ১২৫ রানের ইনিংস সাজানো থাকল ৮টি ওভার বাউন্ডারি ও ১২টি বাউন্ডারি দিয়ে। স্ট্রাইক রেট ২২৩। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান হিসাবে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। সবচেয়ে কম বলে টি-২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে সেঞ্চুরির নজিরটা ডেভিড মিলারের দখলে (৩৫ বলে সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে, ২০১৭ সালে)। এই অনবদ্য ইনিংসের সুবাদে ব্রেভিস বেশ কয়েকটি নজির গড়লেন। সেগুলি হল-১) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান (১২৫ রান অপরাজিত), ২) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি, ৩) দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি। এখনও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়নি ব্রেভিসের। ক দিন আগেই জিম্বাবোয়েতে টেস্ট অভিষেক হয়েছিল। আর তাঁর কেরিয়ারের নবম আন্তর্জাতিক টি-২০ ম্যাচেই একেবারে বিস্ফোরক সেঞ্চুরি করে ফেললেন 'বেবি এবি'। এতদিন তাঁর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৪১।