SA Test Team (Photo Credit: Proteas Men/ X)

South Africa Playing 11: আগামিকাল, বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশির ফাইনাল (ICC World Test Championship Final 2025)। খেতাব জেতার লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের হাতছানি প্য়াট কামিন্সের দলের সামনে। আর দীর্ঘ ২৭ বছর পর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর এবার বিশ্ব টেস্টের ফাইনালে নামছেন বাভুমারা। টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাভুমাদের। এবার চোকার্স তকমা ঝেড়ে ট্রফি জিততে মরিয়া প্রোটিয়া বাহিনী। ফাইনালের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

তিন স্পেশালিস্ট পেসার, এক স্পিনারে ঝাঁপাচ্ছে দক্ষিণ আফ্রিকা

কামিন্সদের বিরুদ্ধে তিন স্পেশালিস্ট পেসার, এক স্পিনারে ঝাঁপাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার দলে তিন স্পেশালিস্ট পেসার হিসেবে থাকছেন- কাগিসো রাবাদা, মার্কো জেনসেন ও এনগিদি লুঙ্গি। স্পিনারে হিসেবে থাকছেন কেশব মহারাজ। পঞ্চম বোলার হিসেবে ব্য়বহার করা হবে ভিয়ান মুলডার-কে। শেষ টেস্টে ২৫৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা রায়ান রিকেলটনের সঙ্গে ওপেন করবেন আইডেন মার্করাম। তিন নম্বরে ব্য়াট করতে নামবেন মুলডার। এরপর মিডল অর্ডারে থাকছেন অধিনায়ক বাভুমা, ত্রিস্টান স্টাবস, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কেইল ভেরেইন (উইকেটকিপার)। শেষের দিকে জেনসেনের ব্য়াটের হাতেও কাজে লাগবে দক্ষিণ আফ্রিকার। এই ফাইনালটা মূলত দুই দলের পেস আক্রমণের মধ্যে হতে চলেছে- কামিন্স-স্টার্ক-হ্য়াজেলউড বনাম রাবাদা-লুঙ্গি-জেনসেন। স্পিনারদের দ্বৈরথে লিঁয় বনাম কেশব মহারাজ।

প্রথম একাদশ ঘোষণা প্রোটিয়াদের

ফিরলেন লুঙ্গি

গত বছর জানুয়ারিতে কেপটাউনে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টটাই ছিল বাভামাদের শেষ পাঁচদিনের ম্যাচ। কেপটাউন টেস্টের পরই এবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের বিরুদ্ধ নামছে দক্ষিণ আফ্রিকা। সেই কেপটাউন টেস্টের প্রথম একাদশে শুধু একটাই পরিবর্তন হল- চোট সারিয়ে পেস আক্রমণে ঢুকলেন অভিজ্ঞ সেরা এনগিদি লুঙ্গি। লুঙ্গি ফেরায় বাদ পড়লেন কেওনা মাপহাকা (Kwena Maphaka)। দক্ষিণ আফ্রিকা গত ৭টি টেস্টে অপরাজিত আছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে ২-০ ও ভারতকে দেশের মাটিতে ৩-১ হারিয়েছে। অস্ট্রেলিয়া তাদের শেষ সাতটি টেস্টের মধ্য়ে জিতেছে ৫টি-তে হেরেছে

WTC ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ:

আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুলডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনগিদি লুঙ্গি।