South Africa is top of the table in WTC. (Photo Credits; X)

WTC Final 2025, SA vs AUS: অস্ট্রেলিয়ার ঠিক পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Champions Final 2025) ফাইনালে স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা (South Africa)। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা এক ভিডিয়োর মাধ্যমে অভিনব কায়দায় জানিয়ে দিলেন, লর্ডসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার দলে কারা কারা আছেন। আগামী ১১ জুন, লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দু বছর আগে টিম ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

এই প্রথমবার বিশ্ব টেস্টের ফাইনালে খেলবেন বাভুমারা

এদিকে, এই প্রথমবার বিশ্ব টেস্টের ফাইনালে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এখনও একবারও ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারা প্রোটিয়াদের সামনে সুযোগ টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার তকমা পাওয়ার। চোকার্স তকমা ঝেড়ে ফেলার সুযোগ বাভুমাদের সামনে। জানুন ফাইনালে অস্ট্রেলিয়ার স্কোয়াড কেমন

স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার

পেস আক্রমণ খুবই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে বড় রদবদল হল না। চোট সারিয়ে দলে ফিরলেন তারকা পেসার লুঙ্গি এনগেদে। বাদ পড়লেন টপ অর্ডার ব্যাটার ম্যাথু ব্রেটজকে ও তরুণ পেসার কেনা মাপাহাকা। টপ অর্ডার ব্য়াটার হিসেবে আছেন আইডেন মার্করাম, টোনি ডে জোরঝি, রায়ান রিকেলটন। মিডল অর্ডারে অধিনায়ক বাভুমা, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম। দুই পেসার-অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ওয়াইয়ান মুলদার, মার্কো জানসেন-কে। স্পেশালিস্ট উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলবেন কেইল ভেরিনে। শক্তিশালী পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগেদে,কোর্বিন বোস ও দানে পেটারসন। দুই স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন কেশব মহারাজ ও সেনুরান মুথুস্বামী। শীর্ষে থেকে ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড:

তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, টোনি ডে জোরঝি, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরিনে (উইকেটকিপার), ওয়াইয়ান মুলদার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগেদে,কোর্বিন বোস, সেনুরান মুথুস্বামী, কেশব মহারাজ, দানে পেটারসন।

South African Squad:

Temba Bavuma (Captain), Tony de Zorzi, Aiden Markram, Wiaan Mulder, Marco Jansen, Kagiso Rabada, Keshav Maharaj, Lungi Ngidi, Corbin Bosch, Kyle Verreynne, David Bedingham, Tristan Stubbs, Ryan Rickelton, Senuran Muthusamy, Dane Paterson.