
AUS vs SA, WTC Final 2025: আগামিকাল, বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশির ফাইনাল (ICC World Test Championship Final 2025)। খেতাব জেতার লড়াইয়ে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টানা দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের হাতছানি প্য়াট কামিন্সের দলের সামনে। আর দীর্ঘ ২৭ বছর পর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার। ফাইনালের আগের দুই দিন- দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া প্রথম একাদশ ঘোষণা করল। দুটি দলেই কোনও চমক নেই। চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার একাদশে ফিরেছেন তারকা পেসার লুঙ্গি এনগেদে। অন্যদিকে, চোট সারিয়ে জোশ হ্যাজেলউড প্রথম একাদশে ফিরে লর্ডসে ফাইনাল খেলতে নামছেন।
বিশ্ব টেস্ট Championship-এর ফাইনালে দুই দলের প্রথম একাদশ--
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ক্য়ামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বেবু ওয়েবস্টার, আলেক্স কারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোস হ্য়াজেলউড, নাথান লিঁয়।
দেখুন ছবিতে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ-
Australia's World Test Championship Final team is in!
It'll be Marnus Labuschagne to open, with Cam Green at three and Josh Hazlewood getting the nod #WTCFinal pic.twitter.com/hW36Ynz9wn
— 7Cricket (@7Cricket) June 10, 2025
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুলডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনগিদি লুঙ্গি।
ছবিতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
South Africa Playing 11 for WTC Final 🇿🇦🔥 pic.twitter.com/ZcudbYSoqO
— RVCJ Media (@RVCJ_FB) June 10, 2025
দুই দলের কম্বিনেশন-
অস্ট্রেলিয়া ৬ জন ব্যাটার, তিন স্পেশালিস্ট পেসার, এক পেসার-অলরাউন্ডার ও এক স্পেশালিস্ট স্পিনারে ঝাঁপাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা ৬ জন ব্যাটার, তিন স্পেশালিস্ট পেসার, এক ব্য়াটার-অলরাউন্ডার ও এক স্পেশালিস্ট স্পিনারে ঝাঁপাচ্ছে।
ওপেনাররা-
অস্ট্রেলিয়া- উসমান খোয়াজার সঙ্গে ওপেন করবেন মার্নাস লাবুশানে। নতুন জুটি।
দক্ষিণ আফ্রিকা- আইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকার খেলা শেষ টেস্টে (পাকিস্তানের বিরুদ্ধে কেউপটাউনে) ২৫৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা রায়ান রিকেলটনের সঙ্গে ওপেন করবেন আইডেন মার্করাম।
মিডল অর্ডারে-
অস্ট্রেলিয়া-
ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, আলেক্স কারি ও বিউ ওয়েবস্টার। বেশ শক্তিশালী মিডল ও লোয়ার মিডল অর্ডার।
দক্ষিণ আফ্রিকা- তিনে মুলডার, চারে বাভুমা, পাঁচে স্টাবস, ৬ নম্বরে বেডিংহ্যাম, সাতে উইকেটকিপার কেইল ভেরেইন নামবেন। মিডল অর্ডার শক্তিশালী।
পেস আক্রমণ
অস্ট্রেলিয়া- কামিন্স, ক্লার্ক, হ্য়াজেলউড। দুনিয়ার সেরা পেস আক্রমণ। অভিজ্ঞতা, ক্ষীপ্রতা, নিখুঁত লাইন-লেন্থ। সবেতেই এই অজি ত্রয়ী সেরা। লর্ডসে কামিন্স খেলতে নামবেন তাঁর ৬৮তম, মিচেল স্টার্ক ৯৭ তম ও জোশ হ্যাজেলউড ৭৩তম টেস্ট ম্য়াচ। বোঝাই যাচ্ছে এই তিন পেসারের অভিজ্ঞতা ঠিক কতটা। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ পাঁচটা টেস্ট মিস করেন হ্য়াজেলউড। তবে চোট সারিয়ে একেবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছেন হ্য়াজেলউড।
দক্ষিণ আফ্রিকা- রাবাদা, লুঙ্গি, জেনসেন। সমীহ জাগার মত পেস আক্রমণ। লর্ডসের পিচে ঘাতক হয়ে উঠতে পারেন প্রোটিয়া পেসাররা।
স্পিন আক্রমণ
অস্ট্রেলিয়া- ন্যাথান লিঁয়। ১৩৬টি টেস্টে ৫৫৩টি উইকেটের মালিক লিঁয়-র ক্ষমতা, অভিজ্ঞতা আর বড় ম্য়াচে জ্বলে ওঠার ক্ষমতা নিয়ে কারও সন্দেহ নেই।
দক্ষিণ আফ্রিকা- কেশব মহারাজ। রাম ভক্ত কেশন দুরন্ত স্পিনার। দুশো উইকেট থেকে আর মাত্র দুটি উইকেট দূরে।
টেস্টে দুই দলের মুখোমুখির রেকর্ড-
মোট টেস্ট: ১০১
অস্ট্রেলিয়া জয়ী: ৫৪
দক্ষিণ আফ্রিকা জয়ী: ২৬
দুই দলের মধ্যে ড্র: ২১
শেষ দশটি টেস্টে-
অস্ট্রেলিয়া জয়ী: ৫
দক্ষিণ আফ্রিকা জয়ী: ৪
ড্র: ১
আইসিসি টেস্ট Ranking
অস্ট্রেলিয়া: ১
দক্ষিণ আফ্রিকা: ৩
ভারতীয় সময় কখন শুরু হবে খেলা?
১১ জুন, বুধবার থেকে ভারতীয় সময় দুপুর তিনটি থেকে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।
টিভিতে কোথায় সরাসরি দেখা যাবে ফাইনাল খেলাটি?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্য়ানেলে সরাসরি দেখা যাবে খেলাটি।