Mamata Banerjee Meets Sourav Ganguly (Photo Credit: PTI/ X)

গত ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একই দিনে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লা লিগার কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন। পশ্চিমবঙ্গে ফুটবল খেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতেই এই বৈঠক আয়োজিত হয়। রাজ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে তিন দিনের ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার স্পেন পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঙ্গুলীর বসার একটি ছবি সোশ্যাল মিডিয়া 'এক্স'-এ শেয়ার করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি)। ভারত ও স্পেনের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে খেলাকে আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার এবং লিগা নাসিওনাল ডি ফুটবোল প্রফেশনাল (লা লিগা) একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। Indian Football Squad, Asian Games: এশিয়ান গেমসের ফুটবল দল ঘোষণা ভারতে, অধিনায়কত্বে ফিরছেন সুনীল ছেত্রী

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। এছাড়া পশ্চিমবঙ্গের দুই প্রধান ফুটবল ক্লাবের প্রতিনিধি- মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। এর আগে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যায়, স্পেনের মাদ্রিদে তিনি সকালে জগিং করছেন।

এর আগে স্পেনের উদ্দেশে বিমানে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা ৫ বছর পর স্পেন যাচ্ছি। কলকাতা বইমেলার সময় পার্টনার ছিল স্পেন। স্পেনে একটি সমৃদ্ধ উৎপাদন শিল্প রয়েছে। আমরা তাদের আমন্ত্রণে যাচ্ছি। দেখা যাক কী কী উন্নতি করা যায়, আগামী ২১-২৩ নভেম্বর বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে।' তিনি আরও বলেন, 'স্পেনের আধিকারিকরা বহুবার বাংলায় এসেছেন, কিন্তু আমরা সেভাবে সাড়া দিইনি। তাই স্পেনের উদ্দেশে রওনা দিচ্ছি। দুবাইয়েও আমাদের বিজনেস সামিট রয়েছে।' স্পেনে বাণিজ্য সম্মেলন থেকে ইতিবাচক ফলাফলের আশা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।