Sourav Ganguly in CSJC Awards. (Photo Credits; Twitter)

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে (Calcutta Sports Journalist Clusb) বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সম্মান জানানো হল কমনওয়েলথ গেমসে সোনা জয়ী বাংলার ভারত্তোলক অচিন্ত্য শিউলি ও কমনওয়েলথ গেমস ২০২২-এ জোড়া পদক জয়ী স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষালকে। বুধবার ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদকজয়ী অচিন্ত্য, সৌরভ-দের পুরস্কৃত করেন ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। অচিন্ত্য শিউলি, সৌরভ ঘোষালের ভূয়সী প্রশংসা করেন মহারাজ সৌরভ।

সৌরভ ঘোষাল নিজে হাতে পুরস্কার নিলেও, ভারত্তোলক অচিন্ত্য বিশেষ কারণে উপস্থিত না থাকতে পারায়, তাঁর দাদা পুরস্কার নেন। বর্ষসেরা পুরস্কারের পাশাপাশি ক্রিকেটার মনোজ তিওয়ারি, ফুটবলার সৌরভ চক্রবর্তী, শ্যুটার মেহুলি ঘোষ, দাবাড়ু মিত্রাভ গুহ-দেরও পুরস্কৃত করা হয়। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সংস্কারের পর হওয়া তাঁবুর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অরুপ বিশ্বাস। ক্রীড়া সাংবাদিকদের কথা ভেবে ক্লাব তাঁবু সংস্কারে এগিয়ে আসে 'বেনিয়ান ট্রি গ্রুপ'। ক্লাবের বার্ষিক সাধারণ অনুষ্ঠানটি স্পন্সর করে 'থান্ডারবোল্ট'। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন হাওড়ার দেউলপুরের ছেলে অচিন্ত্য। আর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে স্কোয়াশের দুটি বিভাগে (সিঙ্গলস ও মিক্সড ডবলস) পদক জিতে নজির গড়েছিলেন সৌরভ ঘোষাল। কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে এবারই প্রথম পদক জিতেছিলেন সৌরভ। আন্তর্জাতিক পর্যায়ে সৌরভের সেরা সাফল্য চলতি বছরেই গ্লাসগোয় আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে দীপিকা পাল্লিকেলের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে সোনা জিতে। পাশাপাশি ২০০৪ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ডাবলসে রুপো এবং ২০১৬ বিশ্বচ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে রুপো জেতেন তিনি।অন্যদিকে, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনা জিতে নজির গড়েচিলেন। স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন আর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস তৈরি করেন অচিন্ত্য।

এক নজরে কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বিচারে পুরস্কার জয়ীরা

বর্ষসেরা খেলোয়াড়- অচিন্ত্য শিউলি (ভারত্তোলন), সৌরভ ঘোষাল (স্কোয়াশ)

রাজ্য পুরস্কার

সেরা ক্রিকেটার-মনোজ তিওয়ারি

সেরা ফুটবল-সৌভিক চক্রবর্তী

সেরা অ্যাথলিট- আলমাস কবীর

সেরা টিটি খেলোয়াড়-সুতীর্থা মুথার্জি

সেরা সাঁতারু-নিলাবজা ঘোষ

সেরা সাইকেলিস্ট-ত্রিয়াসা পাল

সেরা জিমন্যাস্ট-প্রণতি নায়েক

সেরা ভলিবল খেলোয়াড়-উমর ফারুক হালদার

সেরা শ্যুটার-মেহুলি ঘোষ

সেরা দাবাড়ু-মিত্রাভ গুহ

বিশেষ পুরস্কার- আদ্রিয়ান কর্মকার (শ্যুটিং)