Asia Cup Cricket 2025: অপারেশন সিঁদুরের পর প্রথমবার বাইশ গজে হতে চলেছে ভারত (India)-পাকিস্তান (Pakistan) ম্য়াচ। তাও আবার একবার নয়, সব ঠিক থাকলে ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিনটে রবিবার তিনবার এশিয়া কাপ টি-২০ (Asia Cup T20 Cricket Tournament 2025) টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। আর এই কারণে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ম্যাচগুলিতে ১০ সেকেন্ডে টিভি বিজ্ঞাপনের দর চলে গিয়েছে ১৪ থেকে ১৬ লক্ষ টাকায়। বিশ্বকাপের চেয়েও বেশি টিভি বিজ্ঞাপনের দর উঠতে চলেছে আসন্ন এশিয়া কাপে।
এবারের এশিয়া কাপকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে উঠবে
এবারের এশিয়া কাপ সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। আর ফাইনালে উঠলে টিম ইন্ডিয়া এবারের এশিয়া কাপে মোট ৭টি ম্যাচ খেলবে। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে সর্বোচ্চ তিনবার, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সঙ্গে অন্তত একবার খেলতে পারেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়া-রা। এ ছাড়াও গ্রুপ লিগে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। আরও পড়ুন-লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে, দেখুন ভাইরাল ভিডিও
রেকর্ড টিআরপি-র আশা
ইংল্য়ান্ডে টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স, অপারেশন সিঁদুর ও ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির পর প্রথমবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ওয়াঘা সীমান্তের দুই দেশ। তাই এশিয়া কাপে রেকর্ড টিআরপি বা টিভি দর্শক আশা করছে সম্প্রচারকারী সংস্থা।