Smriti Mandhana. (Photo Credits:X)

Smriti Mandhana 50 Balls Century: বুনো ওলের জবাব বাঘা তেঁতুলে। দিল্লিতে সিরিজের শেষ ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার করা ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। মাত্র ৫০ বলে ওয়ানডে ক্রিকেটে তাঁর ১৩তম সেঞ্চুরিটা করলেন স্মৃতি। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন মহারাষ্ট্রের ২৯ বছরের তারকা বাঁ হাতি ওপেনার। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং-এর ৪৫ বলে সেঞ্চুরিটা মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততমের নজির। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার বাঁ হাতি ওপেনার আউট হন ৬৩ বলে ১২৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। ১৭টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেট ছিল স্মৃতির।

আর ৩টি সেঞ্চুরি করলেই ল্য়ানিং (১৫) ছাপিয়ে মহিলাদের ওয়ানডে-তে সর্বাধিক সেঞ্চুরির মালকিন হবেন স্মৃতি

জয়ের জন্য রেকর্ড ৪১৩ রান চাই, এমন শর্তে ব্য়াট করতে নেমে স্মৃতির পাশাপাশি দারুণ খেললেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর। তবে ৩৫ বলে ৫২ রান করে তাহিলা ম্য়াকগ্রার বলে এলবি হয়ে যান হরমনপ্রীত। তবে রান পাননি প্রতিকা রাওয়াল (১০), হরলিন দেওলা (১১), রিচা ঘোষ (৬ রান আউট)। স্মৃতি যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ২১.১ ওভারে ৪ উইকেটে ২১৬ রান। ২৭ ওভারে ২৫০ রান করে ফেলে ভারত। একেবারে ঝড় তুলছেন ভারতীয় ব্যাটরারা। চলতি সিরিজে তিনটি ম্যাচে স্মৃতি মোট ৩০০ রান করেছেন, গড় ১০০। ওয়ানডে বিশ্বকাপ আর মাত্র দিন দশেক। তার আগে বিস্ফোরক ফর্মে ভারতের তারকা ওপেনার।

স্মৃতির ৫০ বলে সেঞ্চুরি

এদিনই দিল্লিতে প্রথমে ব্যাট করতে নেমে বেথ মুনি ৫৭ বলে সেঞ্চুরি করেন

এদিনই ৫৭ বলে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। দিল্লিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অজি মহিলা ব্য়াটাররা একেবারে বিস্ফোরক ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনি ৭৫ বলে ১৩৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। চার নম্বরে নেমে মুনি মারলেন ২৩টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি।