Smriti Mandhana. (Photo Credits:X)

Smriti Mandhana: আর দিন কয়েক পরেই ভারতে আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (2025 Women's Cricket World Cup 2025)। তার আগে আইসিসি-র মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ব়্যাঙ্কিং-য়ের শীর্ষস্থান ফিরে পেলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। বিশ্বকাপের মুখে মহিলাদের আইসিসি ওয়ানডে ব়্য়াঙ্কিংয়ে দুই নম্বর থেকে শীর্ষে উঠলেন স্মৃতি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে। বিশ্বকাপে দুনিয়ার এক নম্বর ব্যাটার হিসাবেই খেলতে নামবেন স্মৃতি। তাঁর সাফল্যের ওপরেই প্রথমবার মহিলাদের ক্রিকেটে বিশ্বসেরা হওয়া নির্ভর করছে ভারতের।

অজিদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির সুবাদে দুই থেকে এক নম্বরে উঠলেন স্মৃতি

গত রবিবার নিউ চণ্ডিগড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারত ৮ উইকেটে হারলেও স্মৃতি ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। সেই সুবাদে ৭টি রেটিং পয়েন্ট জমা হয় স্মৃতির ঝুলিতে। এর ফলে এতদিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের তারকা ব্যাটার ন্যাট স্কিভার-ব্রুন্ট-এর থেকে ৪ পয়েন্ট বেশি পেয়ে ব়্যাঙ্কিংয়ের সিংহাসনে ফিরলেন ২৯ বছরের ভারতের তারকা ওপেনার। ন্যাট স্কিভার-ব্রুন্ট দুই নম্বরে নেমে গেলেন।

সিংহাসনে স্মৃতি

গত কয়েক মাস ধরেই বেশ ধারাবাহিকতার সঙ্গেই খেলছেন স্মৃতি। ক মাস আগেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেঞ্চুরি করে দেশকে চ্যাম্পিয়নও করেছিলেন। প্রসঙ্গত, ওয়ানডে-তে দেশের মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বাধিকবার সেঞ্চুরির নজির গড়েছেন স্মৃতি (১১টি)।