Harmanpreet Kaur with Smriti Mandhana. (Photo Credits: Twitter)

পুরুষদের মত মহিলাদের আইপিএলেও একেবারে মহাতারকা খচিত দল গড়ার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহিলাদের প্রথম আইপিএলের নিলামের সবচেয়ে বেশী আকর্ষণীয় দুই ক্রিকেটারকেই দলে নিল RCB। নিলামে সবচেয়ে বেশী দর উঠল ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনার। বেস প্রাইসের প্রায় সাত গুণ দাম পেলেন স্মৃতি। স্মৃতি মন্ধনাকে ৩.৪ কোটি টাকায় কিনল আরসিবি। স্মৃতির পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এলসি পেরিকেও নিলামে কিনল বেঙ্গালুরু। ও পেরিকে ১.৭ কোটিতে কিনল আরসিবি। বিরাট কোহলির মত ১৮ নম্বর জার্সি পরে খেলবেন স্মৃতি। অন্যদিকে, ভারতীয় মহিলা দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে ১.৮ কোটি টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ন্স। স্মৃতি, হরমনপ্রীতদের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।

মুম্বইয়ে চলছে মহিলাদের প্রথম আইপিএলের নিলাম। মোট ২৪৩ জন ভারতীয় সহ বিশ্বের মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিয়ে চলছে এই নিলাম। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি আছে নিলামে। প্রতিটি দল ১২জন ভারতীয় সহ সর্বোচ্চ মোট ১৮ জন ক্রিকেটার কিনতে পারবে। অন্তত ১৫জন ক্রিকেটারকে কিনতেই হবে। আরও পড়ুন-কেকেআর-এর তারকা ক্রিকেটারের অবসর

দেখুন টুইট

ফ্র্যঞ্চাইজিগুলি সর্বোচ্চ ১২ কোটি টাকা খরচ করতে পারবে। ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। এ ছাড়াও ৪০ লক্ষ, ২০ লক্ষ, ১০ লক্ষের বেস প্রাইসও রয়েছে। বেস প্রাইস হল সেটা যেখান থেকে একজন ক্রিকেটারের নিলামে দর শুরু হয়। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা সহ ২৪ জন ক্রিকেটার আছেন ৫০ লক্ষের বেস প্রাইস বা ন্যূনতম দরে। সেক্ষেত্রে হরমনপ্রীত, স্মৃতিদের দলে নিতে হলে দর শুরু করতে হবে ৫০ লক্ষ টাকা থাকে।

আগামী ৪-২৬ মার্চ মুম্বই ও নবি মুম্বইয়ে হবে মহিলাদের প্রথম আইপিএল। যার পোশাকি নাম WPL (Womens Premier League 2023)।