Smriti Mandhana. (Photo Credits:X)

Smriti Mandhana ODI Ranking: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)-র বড় নজির। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে (Women ODI Cricket) আইসিসি Ranking-এ এক নম্বর ব্যাটার হলেন স্মৃতি (Smriti)। ইংল্যান্ডের তারকা নাতালি স্কিভার-ব্রান্ট-কে পিছনে ফেলে ICC ODI ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন স্মৃতি (৭২৭ পয়েন্ট)। এই তালিকায় তিন, চার ও পাঁচে আছেন যথাক্রমে লৌরা ওলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যামি জোন্স (ইংল্যান্ড) ও এলসি পেরি (অস্ট্রেলিয়া)। গত মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ফাইনালে আয়োজক দেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি ও লিগের খেলায় একটি হাফ সেঞ্চুরি সহ মোট ২৬৪ রান করেছিলেন। স্মৃতির সৌজন্যেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টুর্নামেন্টে কাপ জিতেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। সেই সুবাদেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের সিংহাসনে উঠলেন ২৮ বছরের মুম্বইয়ের মেয়ে।

২৮ জুন থেকে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ শুরু স্মৃতিদের 

আগামী ২৮ জুন থেকে ইংল্যান্ডে তিন ম্য়াচের টি২০, ওয়ানডে সিরিজে খেলতে নামছেন স্মৃতি, হরমনপ্রীত কৌর-রা। এরপর সেপ্টেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিন পনেরো আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন স্মৃতিরা।

ওয়ানডে-তে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি: দেশের ইতিহাসে সর্বাধিক ও মহিলাদের ওয়ানডে-তে সর্বকালের চতুর্থ স্থানে

২৮ বছরের স্মৃতি দেশের হয়ে ১০২টি ওয়ানডে খেলে ৪ হাজার ৪৭৩ রান করেছেন, ব্যাটিং গড় ৪৬.৫৯। মহিলাদের ক্রিকেটে ওয়ানডে-তে সর্বকালের সর্বাধিক সেঞ্চুরির তালিকায় স্মৃতি মন্ধনা (১১টি) এখন চার নম্বরে আছেন। মহিলাদের ওয়ানডে-তে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় স্মৃতির আগে আছেন এম ল্যানিং (অস্ট্রেলিয়া, ১৫টি সেঞ্চুরি), সুজা বেতিস (নিউ জিল্যান্ড, ১৩টি), তামসিন বেউমন্ট (ইংল্যান্ড, ১২টি)। চলতি বছর ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে চলেছেন স্মৃতি মন্ধনা। সেই বিশ্বকাপে বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।