IND W vs SA W Test: ৪০ ওভারের মধ্যেই টেস্টে ভারতের দুই মহিলা ওপেনারের সেঞ্চুরি, শেফালিদের স্মৃতিতে রাখার নজির
Shafali Verma and Smriti Mandhana. (Photo Credits: X)

ভারতীয় ক্রিকেটে এখন যেন বসন্তকাল। টিম ইন্ডিয়ার পুরুষ দল অবিশ্বাস্য ক্রিকেট খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর কয়েক ঘণ্টা পর নজির ভারতের মহিলা দলের। শুক্রবার চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের লাঞ্চের ঠিক পরেই জোড়া সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় মহিলা দলের দুই ওপেনার- স্মৃতি মন্ধনা (Smriti Mandhana) ও শেফালি ভর্মা (Shafali Verma)। দিন চিপকে স্মৃতি ও শেফালি-রা একেবারে ঝড় তুললেন। শেফালি সেঞ্চুরি করলেন দলের ইনিংসের ৩৯তম ওভারে, আর স্মৃতি তাঁর ব্যক্তিগত তিন অঙ্কের রানে পৌঁছলেন ৪০ তম ওভারে। ওপেনিং জুটিতে স্মৃতি-শেফালিরা তুললেন ২৯২ রান। শেষ অবধি ১৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন স্মৃতি। তাঁর ইনিংস সাজানো ছিল ২০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। টেস্টে তাঁর এটি দ্বিতীয় সেঞ্চুরি।

স্মৃতি-র আউটের পর দলের ইনিংসে এগিয়ে নিয়ে চলেছেন শেফালি। টেস্টে প্রথমবার সেঞ্চুরি করার পর ডবল সেঞ্চুরি করার সুযোগ আছে তাঁর। কাল, রবিবার রোহিতরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে, তার আগে সেই প্রোটিয়াদের মহিলা দলের বিরুদ্ধে নজির গড়ে যেন দেশের পুরুষ দলের আত্মবিশ্বাসটাই বাড়িয়ে দিলেন স্মৃতিরা।

দেখুন ছবিতে

স্মৃতি ১২২ বলে আর শেফালি ১১৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। টসে জিতে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়িকা হরমনপ্রীত কৌর। এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন স্মৃতি-শেফালিরা। ভারতীয়দের আক্রমণের চাপে প্রোটিয়া বোলিং খেই হারায়।