Paris Olympics 2024: করুণ পরিস্থিতি সেইন নদীর! বিষাক্ত জলে বাতিল হতে পারে প্যারিস অলিম্পিকের সাঁতার
River Seine (Photo Credit: @france_images/ X)

চলতি বছরে অলিম্পিক শুরু হবে ২৬ জুলাই, পুরুষ ও মহিলাদের ট্রায়াথলন যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং মিশ্র ইভেন্ট হবে ৫ আগস্ট। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে ম্যারাথন সাঁতার এবং প্যারা-ট্রায়াথলন ইভেন্টে হওয়ার কথা সেইনে। তাঁর আগেই প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এর প্রেসিডেন্ট টনি এস্তানগুয়েট বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে সেইন নদীর (River Seine) জলের গুণগত মান ক্ষতিগ্রস্ত হলে এবারের অলিম্পিকে ট্রায়াথলনের সাঁতার পর্ব বাতিল করা হতে পারে। সারফ্রিডার ফাউন্ডেশন নামক এক এনজিও ইউরোপের সাম্প্রতিক পরীক্ষায় নদীতে ই. কোলাইয়ের উপস্থিতির মাত্রা 'উদ্বেগজনক' বলে উঠে এসেছে। এস্টানগুয়েট বলেন, অলিম্পিক গেমসে এই ইভেন্টটি পিছিয়ে দেওয়া সহ আপৎকালীন পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, 'আমরা জানতাম এটা বড় চ্যালেঞ্জ হবে।' Prize money for Olympic Gold Medalists: প্যারিস অলিম্পিকে সোনাজয়ীদের ৫০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা বিশ্ব অ্যাথলেটিক্সের

সারফ্রিডার ফাউন্ডেশন ইউরোপ জানিয়েছে, ট্রায়াথলন, ম্যারাথন সাঁতার এবং প্যারা-ট্রায়াথলন ইভেন্টের সূচনা পয়েন্ট আলেকজান্দ্রে তৃতীয় সেতুর কাছ থেকে নেওয়া ১৪টি জলের নমুনা সুরক্ষা মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ঘটনার আগের দিনগুলিতে ভারী বৃষ্টিপাত জলে ব্যাকটেরিয়ার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। বিবিসির খবর অনুসারে, নদীর জল নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য অলিম্পিক চলাকালীন প্রতিদিন পরীক্ষা করা হবে। উল্লেখ্য, স্বাস্থ্য উদ্বেগের কারণে ফরাসী সরকার সেইন নদীতে সাঁতার কাটা এমনিতেই নিষিদ্ধ।