Sift Kaur Samra: এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ( Asian Shooting Championships 2025) সোনা জিতলেন ভারতের তারকা শ্যুটার সিফট কৌর শর্মা। কাজকাস্তানের শাইমকেন্তে মহিলাদের ব্যক্তিগত ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের (Women's 50m Rifle 3P event) ফাইনালে ৪৫৯.২ পেয়ন্ট স্কোর করে সোনা জিতলেন ২৪ বছরের পঞ্জাবের ফরিদকোটের শ্যুটার সিফট। এই ইভেন্টের ফাইনালে সপ্তম হলেন ভারতের আশা চাউকসে। গতবার এশিয়ান শ্যুটিংয়ে রুপো জিতেছিলেন সিফট।
গত বছর প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ৩২ জনের মধ্যে ৩১ নম্বরে শেষ করেছিলেন সিফট। ২০২২ হাংঝাউ এশিয়ান গেমসে এই ইভেন্টেই সোনা জিতেছিলেন পঞ্জাবের এই তারকা মহিলা শ্য়ুটার। চলতি এশিয়ান শ্যুটিং ভারত এখনও পর্যন্ত ৮টি সোনা, ৩টি রুপো ও ৭টি ব্রোঞ্জ পদক জেতেন।
সোনা জিতলেন সিফট
NEWS FLASH: Sift Kaur Samra wins GOLD medal 🔥
Sift took the top spot in 50m Rifle 3P event scoring 459.2 pts at Asian Shooting Championships.
Ashi Chouksey finished 7th in Final. #ASC2025 pic.twitter.com/StovzaPIcs
— India_AllSports (@India_AllSports) August 26, 2025
গতকাল, মহিলাদের ট্র্যাপের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন নীরু ধান্দা। ট্র্যাপের মহিলাদের দলগত বিভাগেও সোনা জিতেছে ভারত। পুরুষদের ব্যক্তিগত স্কিট বিভাগে সোনা জেতেন অন্ততজিত সিং নারুকা। মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন এলাভেনিল ভালারিভান। এই বিভাগের মিক্সড দলগত বিভাগেও সোনা জিতেছে ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগেও সোনা এসেছে। মহিলাদের ব্যক্তিগত ১০মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন তারকা শ্য়ুটার মানু ভাকের।