ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় গতকাল, রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপের প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি ভারতের তারকা ওপেনার শুবমান গিল (Shubman Gill)। গিলের অনুপস্থিতিতে তাঁর পরিবর্তে নামা ইষাণ কিষাণ চিপকে ব্যর্থ হন। এবার চেন্নাইয়ের পর বুধবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধেও খেলতে পারছেন না গিল। ডেঙ্গু থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি গিল। সোমবার দুপুরে ভারতীয় দল দিল্লিতে আসে। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে দিল্লিতে না গিয়ে গিল চেন্নাইতেই ডাক্তারদের পর্যবেক্ষণে থেকে গেলেন। খুব সম্ভবত রবিবার আমেদাবেদে পাকিস্তানের বিরুদ্ধে হাই প্রোফাইল ম্যাচ থেকে এবারের বিশ্বকাপে নামবেন গিল। চলতি বছর অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে ওয়ানডে ক্রিকেটে দেশের সেরা ব্যাটার গিল।
চেন্নাইতে অজিদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন ভারতের দুই ওপেনার-রোহিত শর্মা ও ইশান কিষাণ। আফগান ম্যাচেও রোহিত-ইশানই ওপেন করবেন। কোটলার পিচে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে না বলেই খবর।
চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খারাপ ব্যাটিং করে হেরেছিলেন রশিদ খান-রা। তবু আফগানদের হাল্কাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। এক একটা ম্যাচ ধরে এগোতে চাইছেন রোহিতরা। অজি ম্য়াচ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই টিম ইন্ডিার প্রধান লক্ষ্য।