আমেদাবাদ, ১৫ মে: গত সপ্তাহে চেন্নাইয়ের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত থেকে একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর গুজরাট টাইটান্সের ওপেনার শুভমন গিল (Subhman Gill) বলেছিলেন, লিগে এখনও দু তিনটে ম্যাচ বাকি আছে, তখন আবার চেষ্টা করব। গিলের সেই চেষ্টা কাজে এল। অবশেষে আইপিএলে সেঞ্চুরি পেলেন শুভমন গিল। সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সান রাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৩ বছরের গিল করলেন ৫৮ বলে ১০১ রান।
আমেদাবাদে এদিন ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। গোটা ইনিংসে গিল মারেন ১৩টা বাউন্ডারি, একটি ওভার বাউন্ডারি। গত মরসুমে প্রথমবার খেলতে নেমে চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্সের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটার সেঞ্চুরি করলেন। আরও পড়ুন- জুন থেকে ক্রিকেটে আসছে বড় রদবদল, থাকছে না 'সফট সিগন্যাল'
দেখুন টুইট
— what an terrific inning by #SubhmanGill 🔥
well played prince 101(58) #GTvSRH pic.twitter.com/a2WpKersb9
— ᴮʰᵃʳᵃᵗ ⁽ᶠᵃⁿ ᵃᶜᶜᵒᵘⁿᵗ⁾ (@shivangian10x) May 15, 2023
গিল সেঞ্চুরি করলেও গুজরাটের রান আটকে গেল ১৮৮ রানে। গিল, সাই সুদর্শন (৪৭) গুজরাটের এই দুই ব্যাটার ছাড়া দলের আর কেউ দু অঙ্কের রান করতে পারেননি। ঋদ্ধিমান সাহা, রশিদ খান, মহম্মদ সামি সহ গুজরাটের মোট পাঁচজন শূন্য রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৮ রানে আউট হন। হায়দরাবাদের তারকা পেসার ভূবনেশ্বর কুমার ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন।
চলতি বছর আইপিএলে গিল টুর্নামেন্টের ষষ্ঠ সেঞ্চুরিটা করলেন। এবার আইপিএলে সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ন্স), ভেঙ্কটেশ আইয়ার (কলকাতা নাইট রাইডার্স), হ্যারি ব্রুক (সান রাইজার্স), যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস), প্রভসিমরন সিং (পঞ্জাব কিংস) ও শুভমন গিল (গুজরাট টাইটান্স)।