Shubman Gill Double Century: বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় দিনে অবিশ্বাস্য ডবল সেঞ্চুরি হাঁকালেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমন গিল। ভারত অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে এই প্রথম ডবল সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন গিল। ৩১১টি বল খেলে ২টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারি হাঁকিয়ে ব্যক্তিগত ২০০-রানের মাইলস্টোনে পৌঁছলেন অধিনায়ক গিল। ২৩ বছর বাদে কোনও ভারতীয় ব্যাটার ইংল্যান্ডের মাটিতে টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকালেন। SENA মানে ক্রিকেটের কুলীন চার দেশ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া- এই চারটি দেশে এতদিন কোনও ভারত অধিনায়কের টেস্ট সেঞ্চুরি ছিল না। সেটাই এদিন করে দেখালেন গিল। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন- বিরাট কোহলি (৭বার, তার মধ্য়ে ৬টি দেশের মাটিতে, একটি ওয়েস্ট ইন্ডিজে)), মহেন্দ্র সিং ধোনি (২০১৩ সাল, ২২৪, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) ও মনসুর আলি খান পতৌদি (১৯৬৪, দিল্লিতে ইংল্যান্ডের বিরুদ্ধে)।
টেস্ট ও ওয়ানডেতে ডবল সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-২০-তে সেঞ্চুরির নজির গিলের
টেস্টে গিলের এটি প্রথম ডবল সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে গিল ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন (হায়দরাবাদ, নিউ জিল্যান্ড, ২০৮)। টেস্ট এবং ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি এবং টি-২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি হাঁকানোর বিরল ক্লাবে ঢুকলেন গিল। রোহিত শর্মা ছাড়া এই নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। অধিনায়ক হিসেবে অভিষেকে টেস্টে সেঞ্চুরি, তারপর দ্বিতীয় টেস্টে ডবল সেঞ্চুরি- নেতৃত্বে এসে গিল যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছেন।
গিলের ডবল
THE FIRST INDIA CAPTAIN TO SCORE A DOUBLE HUNDRED IN ENGLAND!
Shubman Gill, absolutely sensational! 🙌 pic.twitter.com/GYEsdcm8Wm
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 3, 2025
গিল-জাদেজার ২০৩ রানের পার্টনারশিপ
গতকাল, ম্যাচের প্রথম দিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক গিল। এরপর এদিন রবীন্দ্র জাদেজাকে নিয়ে অনবদ্য পার্টনারশিপ গড়েন ভারত অধিনায়ক। জাদেজা ৮৯ রানে আউট হন। গিল ও জাদেজা সপ্তম উইকেটে ২০৩ রানের পার্টনারশিরপ গড়েন। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে নিজের ডবল সেঞ্চুরির পাশাপাশি দলের রানকে পাঁচশো পাড় করে দেন গিল। এখন প্রশ্ন জশপ্রীত বুমরা-হীন ভারতীয় বোলিং কি পারবে ইংল্যান্ডের কুড়িটি উইকেট তুলতে।