Shubman Gill. (Photo Credits: X)

Shubman Gill 400 Runs: একেবারে অপ্রতিরোধ্য ফর্মে শুভমন গিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে দুই ইনিংস মিলিয়ে ৪০০ রান করার নজির গড়লেন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রানের পর, এবার গিল দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে করলেন ১৬১ রান। দুই ইনিংস মিলিয়ে ভারত অধিনায়কের রান হল ৪৩০ রান।  শনিবার এজবাস্টেন টেস্টের ইংল্যান্ডের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দেড়শো প্লাস রান করলেন অধিনায়ক গিল। টেস্টে গিলের এটি অষ্টম সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি। ২৫ বছর বয়স হওয়ার আগে ভারতীয়দের মধ্যে এতগুলি সেঞ্চুরি আছে শুধু সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির। গিলের অনবদ্য সেঞ্চুরি, ঋষভ পন্থের দারুণ ৬৫ ও জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের লিড ৬০০ ছাড়িয়ে গেল।

দুই ইনিংস মিলিয়ে ভারতের রান হাজার ছাড়িয়ে গেল

ভারতের রান দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪০০ ছাড়িয়ে গেল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৫৮৭ রান করেছিল। এখন প্রশ্ন গিলরা কখন ডিক্লেয়ার করেন, কারণ বুমরাহীন বোলিং ইউনিটকে ইংল্য়ান্ডের ১০ উইকেট তুলতে হবে। বাকি আছে মাত্র ১০৫ ওভার (কাল শেষ দিনে ৯০ ওভার সহ)।

অ্যালেন বর্ডারের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টের দুই ইনিংসে ১৫০+রান গিলের

ইংল্য়ান্ডে চারটি ইনিংসে গিলের ৫৫০ রান করা হয়ে গেল

চলতি টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন গিল। জীবনে প্রথমবার দেশকে অধিনায়কত্ব করতে নেমে প্রথম চারটি ইনিংসের মধ্যে একটা ডবল সেঞ্চুরি সহ তিনটি সেঞ্চুরি হাঁকানো হয়ে গেল গিলের। ৫৪ বছর পর কোনও ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি ম্যাচে ডবল সেঞ্চুরি ও সেঞ্চুরির হাঁকানোর নজির গড়লেন। এখনও পর্যন্ত চলতি টেস্ট সিরিজে মাত্র ৪টি ইনিংস খেলেই ৫৫০ রান করা হয়ে গেল অধিনায়ক গিলের। এদিকে, প্রথম ইনিংসের পর দ্বিতীয়টিতেও হাফ সেঞ্চুরি করলেন জাদেজা।