Shubman Gill: টেস্ট, ওয়ানডে ও টি-২০। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে তার প্রথম ম্যাচে হারের নজির গড়লেন শুভমন গিল। বিশ্বের নবম অধিনায়ক হিসাবে গিল এই লজ্জার ক্লাবে ঢুকে পড়লেন। শুরুতেই তিন ফর্ম্যাটে হারের অধিনায়কদের এই ক্লাবে আছেন বিরাট কোহলি (ভারত), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাকালাম (নিউ জিল্যান্ড) -য়ের মত তারকা ক্যাপ্টেনরা। এ ছাড়াও এই অস্বস্তির রেকর্ড আছে- তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ও হ্যামিলটন মাসাকাদজা (জিম্বাবোয়ে)-র মত অধিনায়কদের।
অধিনায়ক হিসাবে প্রথম টি-২০তে গিল হারেন জিম্বাবোয়ের বিরুদ্ধে, টেস্টে হারেন ইংল্যান্ডের বিরুদ্ধে, আর এদিন ওয়ানডে-তে হারলেন অজিদের বিরুদ্ধে
ওয়ানডে অধিনায়ক হিসাবে আজ, রবিবার ছিল ভারতের তারকা শুভমন গিলের প্রথম ম্য়াচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গিলের নেতত্বে খেলতে নেমে টিম ইন্ডিয়া হারল ৭ উইকেটে। এর আগে গত বছর জুলাইয়ে হারারাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দেশকে প্রথমবার নেতৃত্ব দিয়েছিলেন গিল। অধিনায়ক গিলের অভিষেক টি-২০ ম্যাচে ভারত ১৩ রানে হেরে গিয়েছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে। এরপর ক মাস আগে ইংল্যান্ড সফরে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসাবে অভিষেক হয় গিলের। গত জুনে হেডিংলিতে আয়োজিত সেই টেস্টে গিলের অধিনায়কত্বে নেমে টিম ইন্ডিয়া পরাস্ত হয় ৫ উইকেটে। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে ব্যাট হাতে শুভমন গিল টি-২০, টেস্ট ও ওয়ানডে-তে যথাক্রমে করেন ৩১, ১৪৭ ও ১০ রান।
রোহিতকে সরিয়ে ওয়ানডেতে অধিনায়ক হিসাবে গিলেই ভরসা নির্বাচকদের
প্রসঙ্গত, রোহিত শর্মার অবসরের পর টেস্ট ক্রিকেটে দেশের অধিনায়কত্বের ভার দেওয়া হয় শুভমন গিলকে। ইংল্যান্ডে ২-২ সিরিজ ড্র করে ফিরে ও অনবদ্য অধিনায়কত্ব করে জাতীয় নির্বাচনকদের কাছে বড় নম্বর পান গিল। এরপর এশিয়া কাপে টি-২০ টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসাবে বেছে নেওয়া হয় গিলকে। তারপর অনেকেকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে রোহিত শর্মার পরবির্তে গিলকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয় শুভমন গিলকে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে গিলকেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে দেখছেন অজিত আগরকররা।