Gill, Pujara. (Photo Credits:Twitter, DD Sports)

আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি ভারতের তারকা ওপেনার শুবমন গিলের (Subhman Gill)। মোতারায় অস্ট্রেলিয়ান বোলারদের দুরন্ত সামলে ১৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন গিল। চলতি বছরে টি টোয়েন্টি, ওয়ানডে-র পর টেস্টেও সেঞ্চুরি করা হয়ে গেল গিলের। একই ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটে ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকানো চতুর্থ ভারতীয় হলেন গিল। চলতি বছর ফেব্রুয়ারিতে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আন্তর্জাতিক  টি-২০-তে তাঁর প্রথম সেঞ্চুরিটা করেছিলেন গিল।

এর আগে এই নজির আছে রোহিত শর্মা, সুরেশ রায়না ও কেএল রাহুলের। টেস্টে গিলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। মোতেরায় সেঞ্চুরিতে নিশ্চিত হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গিলই টিম ইন্ডিয়ার অধিনায়কের সঙ্গে ওপেন করবেন। আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক রোহিত শর্মার

দেখুন গিলের সেঞ্চুরির মুহূর্তের ভিডিয়ো

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুটি টেস্টে লোকেশ রাহুল খারাপ খেলায় ইন্দোরে সুযোগ পান গিল। হোলকারে তেমন সুবিধা করতে না পারলেও মোতেরায় স্টার্ক, লিঁ.দের দারুণ সামলে সেঞ্চুরি করলেন গিল। ক মাস আগেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। চলতি বছর ওয়ানডে-তে একটি ডবল সেঞ্চুরি সহ মোট তিনটি সেঞ্চুরি করেছেন পঞ্জাবের ২৩ বছরের তারকা ওপেনার।

২০২৩ সালে গিল

আন্তর্জাতিক টি-২০তে সেঞ্চুরি: ১ ফেব্রুয়ারি, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে, ১২৬ অপরাজিত, আমেদাবাদ

ওয়ানডে-তে ডবল সেঞ্চুরি সহ তিনটি সেঞ্চুরি: দুটি নিউ জিল্যান্ড, একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে

টেস্টে সেঞ্চুরি: ১১ মার্চ, আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে