Shreyas Iyer (Photo Credit: IPL/ X)

PBKS vs RCB, IPL 2025 Qualifier 2: রবিবার রাতে আমেদাবাদে অবিশ্বাস্য ইনিংস পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে জয়ের জন্য ২০৪ রান তাড়া করতে নেমে ৪১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলে প্রীতি জিন্টার পঞ্জাবকে দীর্ঘ ১১ বছর পর আইপিএলের ফাইনালে তুললেন শ্রেয়স। এক ওভার বাকি থাকতে ৫ উইকেটে মুম্বইকে হারাল পঞ্জাব। শাহরুখ খানের দলকে গতবার নেতৃত্ব দিয়ে কাপ এনে দিয়েছিলেন, এবার প্রীতি জিন্টার দলকে কাপ থেকে আর একটা ম্যাচ দূরে রাখলেন শ্রেয়স। মুম্বই ইন্ডিয়ন্সের বিদায়ে একটা জিনিস নিশ্চিত হল, আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিনয়ন। মঙ্গলবার ফাইনালে বেঙ্গালুরু বা পঞ্জাব যারাই জিতুক, তারা আগে কখনও আইপিএল জেতেনি। নতুন চ্যাম্পিয়নকে বরণ করবে মঙ্গলবারের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শেষবার আইপিএল নতুন চ্যাম্পিয়ন পায় ২০২২ সালে, গুজরাট টাইটান্স।

৯ বছর পর আইপিএলে খেলবে বেঙ্গালুরু, ১১ বছর পর পঞ্জাব

এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে অতি মানবিক ইনিংস খেলেন শ্রেয়স। ৮টি দৃশ্যনন্দন ওভার বাউন্ডারি আর ৫টি বাউন্ডারি মেরে ২১২ স্ট্রাইক রেটের শ্রেয়সের ইনিংসটা আইপিএলের প্লে অফের ইতিহাসে অন্যতম সেরার তালিকায় জায়গা পাবে। ২০০ বা তার বেশি রান করে ফেললে মুম্বই ইন্ডিয়ন্স হারে না, এদিন সেই মিথটা ভাঙলেন শ্রেয়স আইয়ার। নেহাল ওয়াধেরার আউটের পর মনে হচ্ছিল, এবারও প্রীতি জিন্টাকে খালি হাতে ফিরতে হবে। শশাঙ্ক সিং (২)-এর রান আউটের পর যে নিশ্চিত মনে হচ্ছিল, কিন্তু আজ দিনটা ছিল শ্রেয়সের। ১৬৯ থেকে ৫ উইকেট থেকে শ্রেয়সের অন্যপ্রান্তে নেমে ছিলেন মার্কোস স্টোয়নিস।

ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন শ্রেয়স আইয়ার

দিল্লি, কলকাতার পর পঞ্জাবকে ফাইনালে তুললেন অধিনায়ক শ্রেয়স

পঞ্জাবকে তখন জিততে হলে করতে হত ২০ বলে ৩৫ রান। সেখান থেকে স্টোয়নিস ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। ১২ বলে ৩৭ রানটা একাই করে দেন শ্রেয়স। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্সের পর পঞ্জাব কিংসকে আইপিএলের পাইনালে তুলে, আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ফ্র্য়াঞ্চাইজিকে কাপ জেতার চূড়ান্ত ম্য়াচে নিয়ে গেলেন শ্রেয়স। ইংল্য়ান্ডে টেস্ট দলে জায়গা না পাওয়া, টি-২০ স্কোয়াডে ব্রাত্য থাকার সব জবাব এদিন দিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক।

আইপিএল ২০২৫ ফাইনাল

মঙ্গলবার, ৩ জুন, আমেদাবাদ

বেঙ্গালুরু বনাম পঞ্জাব

(সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে শুরু)