আইসিসি পুরুষদের টি-২০ ক্রিকেটে বর্ষসেরা একাদশে ছিলেন তিনজন ভারতীয়। সেখানে ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা দলে থাকলেন দু'জন ভারতীয়। আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই হল না বিরাট কোহলির। নেই রোহিত শর্মার নামও। তবে সারা বছর দুরন্ত খেলে আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে একাদশে থাকলেন শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। ২০২২ সালে শ্রেয়স ১৭টি ওয়ানডে ম্যাচ খেলে করেন ৭২৪ রান, ব্য়াটিং গড় ৫৫.৬৯, স্ট্রাইক রেট ৯১.৫২। একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
জশপ্রীত বুমরার চোটের কারণে প্রথম একাদশে সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগান সিরাজ। ২০২২ সালে ১৫টি ম্যাচে ২৩টি উইকেট নেন। বেশ কয়েকটি ম্য়াচে দলের জয়ে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা নেন। ওভার প্রতি মাত্র ৪.৬২ রান দেন। বোলিং গড় ২৩.৫০, সেরা স্পেল ৩/২৯। আরও পড়ুন-
যেখানে আইসিসি-র বর্ষসেরা টি-২০ পুরুষ দলে ছিলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। এবার বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্বে রাখা হয়েছে পাকিস্তানের তারকা বাবর আজমকে।
অবাক করা কথা হল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনও ক্রিকেটারই এবার বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেলেন না। টি-২০ বিশ্বকাপ জিতলেও ২০২২ সালটা অবশ্য ওয়ানডে-তে ইংল্য়ান্ডের কাছে মোটেও ভাল যায়নি। বিরাট কোহলিকে দলে না রাখে তাঁর জায়গায় রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাই হোপকে। টি-২০-র মত ওয়ানডে-তেও বর্ষসেরা দলে থাকলেন জিম্বাবোয়ের তারকা ব্যাটার সিকান্দার রাজা। আরও পড়ুন- বর্ষসেরা টি-২০ দল
দেখুন টুইট
ICC picks Men's ODI team of the year in 2022:
1. Babar Azam (C).
2. Travis Head.
3. Shai hope.
4. Shreyas Iyer.
5. Tom Latham.
6. Sikandar Raza.
7. Mehidy Hasan.
8. Alzarri Joseph.
9. Mohammad Siraj.
10. Trent Boult.
11. Adam Zampa.
— CricketMAN2 (@ImTanujSingh) January 24, 2023
উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঋষভ পন্থ, জোস বাটলার, মহম্মদ রিজওয়ানদের ছাপিয়ে জায়গা করে নিলেন নিউ জিল্যান্ডের টম লাথাম। দুই স্পিনার হিসেবে থাকলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও মেহদি হাান মিরাজ। তিন পেসার হিসেবে সিরাজের সঙ্গে থাকলেন ট্রেন্ট বোল্ট ও আলজারি জোসেফ।
আইসিসি-র ওয়ানডে বর্ষসেরা একাদশ
বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), শ্রেয়স আইয়ার, টম লাথাম (নিউ জিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে), মেহদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মহম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
কোন দেশ থেকে ক জন
ভারত ২জন, নিউ জিল্যান্ড ২ জন, ওয়েস্ট ইন্ডিজ ২ জন, অস্ট্রেলিয়া- ২জন, পাকিস্তান, জিম্বাবোয়ে ও বাংলাদেশ থেকে একজন করে।
উল্লেখযোগ্য অনুপস্থিতি
বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ রিজওয়ান, স্টিভ স্মিথ, ডেভিড মালান।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার বর্ষসেরা দলে নেই।