Shreya Ghoshal National Anthem: গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের (2025 Women's Cricket World Cup) উদ্বোধনী ম্যাচে একেবারে শিহরণ জাগানো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল। শাড়ি, কপালে টিপ পরে একেবারে বাঙালি সাজে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে লাইভ পারফরম্যান্সে গান ধরেন শ্রেয়া। শ্রেয়ার গাওয়া 'জনগণ মন... জাতীয় সঙ্গীতটি শুনে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের চোখে জলও ধরা পড়ল। জাতীয় সঙ্গীত সবসময়ই শিহরণ জাগায়, কিন্তু এদিন দুপুরে ভারত-শ্রীলঙ্কা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে শ্রেয়ার গাওয়া এই গান যেন আরও অতিরিক্ত ভাললাগা তৈরি করল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসে এটিই অন্যতম সেরা জাতীয় সঙ্গীত পরিবেশনা।
শ্রেয়ার কণ্ঠেরল জাদুতে ভাসল বারসাপাড়া স্টেডিয়াম
গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে এক আবেগঘন পরিবেশনা করলেন শ্রেয়া ঘোষাল। তাঁর কণ্ঠে শিহরণ জাগানো এই পরিবেশনা দিয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে দেশপ্রেম আর আবেগের আবহ তৈরি হয়।
ম্যাচ শুরুর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে অনুপ্রেরণামূলক গান গেয়ে তাঁদের মনোবল বাড়ান শ্রেয়া।
দেখুন শ্রেয়া ঘোষালের জাতীয় সঙ্গীত
India stands for India! 🇮🇳 pic.twitter.com/MfSRQXn9Qg
— Star Sports (@StarSportsIndia) September 30, 2025
উদ্বোধনী অনুষ্ঠানে জুবিন গর্গকে শ্রদ্ধা শ্রেয়ার
গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত অসমের বিখ্যাত গায়ক জুবিন গার্গকে স্মরণ করে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেয়া ঘোষাল মঞ্চে একসঙ্গে গান করেন অসমের গায়ক পাপন (অংরাগ মহন্ত), জয় বারুয়া এবং শিলং চেম্বার কায়ারের সঙ্গে। তাঁদের সম্মিলিত পরিবেশনা গার্গের স্মৃতিকে শ্রদ্ধা জানায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া গেয়ে শোনান মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম 'ব্রিং ইট হোম'। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন মিলে প্রায় ৫ হাজার বিনামূল্যের টিকিট বিতরণ করে। ফলে অনেক দর্শক শ্রেয়ার পরিবেশনা প্রত্যক্ষ করার সুযোগ পান। থিম্যাটিক ভিজ্যুয়াল এবং মঞ্চের কার্যক্রমের সঙ্গে সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে শ্রেয়ার এই পরিবেশনা ভারতের মাটিতে ১২ বছর পর অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনকে স্মরণীয় করে তুলল।