অবিশ্বাস্য নজির টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার শিবম দুবের। গতকাল, রবিবার দুবাইয়ে সুপার ফোরে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। সেইটি ছিল দুবের টানা ৩৪টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড। দেশের হয়ে মুম্বইয়ের এই তারকা অলরাউন্ডার মোট ৩৯টি টি-২০ ম্য়াচ খেলেছেন। তার মধ্যে দুবে হেরেছেন মাত্র ২টি-তে, একটি খেলা পরিত্যক্ত হয়, আর বাকি ৩৬টি-তে তিনি জয়ী দলের সদস্য হয়েছে। এর মধ্যে আবার টানা ৩২টি কুড়ির ওভারের ফর্ম্যাটের আন্তর্জাতিক ম্যাচ শিবম দুবে অপরাজিত আছেন। স্পষ্টতই তিনি এখন টিম ইন্ডিয়ার সংসারে সবচেয়ে ভাগ্যবান খেলোয়াড় হয়ে উঠেছেন। চলতি এশিয়া কাপে সবকটা ম্যাচে জিতে চ্য়াম্পিয়ন হলে দুবে টানা ৩৭টি আন্তর্জাতিক টি-২০ জয়ের নজির গড়বেন।
৬ বছর আগে শেষবার দেশের জার্সিতে টি-২০ ম্যাচে হেরেছিলেন দুবে
দুবে শেষবার দেশের জার্সিতে কোনও টি-২০ ম্যাচ হেরেছেন সেটা ছিল ২০১৯ সালের ৮ ডিসেম্বরে। তিরুবন্ততপুরমে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্য়াচটিতে টিম ইন্ডিয়া হেরেছিল ৮ উইকেটে। এরপর ২০২০ সালের ৫ জানুয়ারি গুয়াহাটি থেকে সেই যে দেশের হয়ে টি-২০ ম্য়াচে জয়ী দলের সদস্য হয়ে চলেছেন দুবে, এখনও সেই অপরাজিত থাকার তকমা অব্যাহত রয়েছে। এই পাঁচ বছরে ভারত টি-২০ আন্তর্জাতিক ম্য়াচে বেশ কয়েকটিতে হেরেছে, কিন্তু সেই সব ম্য়াচে খেলার সুযোগ পাননি দুবে। আবার তিনি খেললেই ভারত টি-২০-তে জিতছে। এমনই অদ্ভূত ঘটনা ঘটেছে শিবম দুবের সঙ্গে। গত টানা ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ দুবে জিতেছেন মোট ১২টি দেশের বিরুদ্ধে- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ও ওমানের বিরুদ্ধে। দুবে যে দুটি আন্তর্জাতিক টি-২০ হেরেছেন সেই দুটি হল বাংলাদেশ (দিল্লি, ২০১৯ সাল) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৯, তিরুবনান্তপুরম) বিরুদ্ধে ।
দুবের আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয়েছিল হার দিয়ে
তবে শিবম দুবের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকটা হয়েছিল হার দিয়ে। ২০১৯ সালে দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০-তে ৭ উইকেটে হেরে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়া। এরপর গত ৬ বছরে টিম ইন্ডিয়ার হয়ে টি-২০-তে খেলে দুবে হেরেছেন মাত্র দুটি ম্য়াচ। এমন বিরল নজির আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই শোনা যায়।
তবে দেশের হয়ে ওয়ানডে-তে এখনও জয়ের স্বাদ পাননি শিবম দুবে
৩২ বছরের দুবে দেশের হয়ে ৩৯টি টি-২০ ম্য়াচ খেলে ব্য়াট হাতে মোট ৫৪৬ ও বল হাতে ১৮টি উইকেট নিয়েছেন। কার্যকরী অলরাউন্ডার হলেও পারফরম্যান্স আহামরি নয়। জাতীয় দলে নিয়মিত হতে হলে হার্দিক পান্ডিয়ার তারকা ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার মত পারফরম্য়ান্স নেই দুবের। কিন্তু তাঁর এই জয়ের ঈষর্ণীয় রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে পাদপ্রদীপের আলোর নিচে নিয়ে এসেছে। তবে আরও একটা মজার কথা হল, দুবে দেশের হয়ে ৪টি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। কিন্তু এখনও তিনি টিম ইন্ডিয়ার হয়ে কোনও ওয়ানডে ম্য়াচে জিততে পারেননি।