Mohammed Shami. (Photo Credits: BCCI)

Mohammed Shami: রোহিত শর্মা (Rohit Sharma)-র ঠিক পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তার কয়েক মাস আগে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে টেস্ট থেকে অবসর নিয়ে দেশে ফিরেছিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় টেস্ট ক্রিকেট দলে এখন একের এক সিনিয়র ক্রিকেটার অবসর নিচ্ছেন। এরই মাঝে এক নিউজ ওয়েব পোর্টালে প্রকাশিত হয়, রোহিত, বিরাটদের পর এবার টেস্ট ক্রিকেট ছাড়ছেন সামি। কিন্তু এই কবর ভাইরাল হতেই ৩৪ বছরের সামি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দেন।

সামির অবসর নিয়ে ভুয়ো পোস্ট

তাঁর অবসর নিয়ে খবরটা দিনের 'সবচেয়ে খারাপ খবর' বলেও অ্যখা দেন বাংলা থেকে জাতীয় দলে খেলার সুযোগ পাওয়া সামি। এই বিষয়ে সামি লেখেন, " মহারাজ, খুব ভাল খবর করছো। এবার নিজের চাকরিটা থেকে কবে চলে যাবে, তার দিন গুণতে শুরু করে দাও। তোমার উচিত কিছু সময় কিছু ভাল খবর বলা। এটা দিনের সবচেয়ে খারাপ খবর।"

দেখুন এই বিষয়ে মহম্মদ সামির ইনস্টা পোস্ট

 

সামির টেস্ট কেরিয়ার

দেশের হয়ে সামি ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট নিয়েছেন, গড় ২৭.৭১। ২০২৩ সালের জুনে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আর দেশের হয়ে পাঁচ দিনের ক্রিকেট খেলেননি সামি। ২০২৩-২৫ তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচও খেলতে পারেনননি বাংলার পেসার। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সামি। ক মাস আগে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে ফিরে বেশ ভাল বল করেছিলেন সামি। তবে এবারের আইপিএলে সান রাইডার্স হায়দরাবাদের জার্সিতে তেমন কিছুই করতে পারেরনি তিনি।