Shaheen Afridi. (Photo Credits: Twitter)

দুবাই, ২০ অগাস্ট: এশিয়া কাপ শুরুর মুখে বড় ধাক্কা খেল পাকিস্তান। দলের তারকা পেসার শাহিন আফ্রিদি (Shahin Afridi) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। আফ্রিদিই এখন বাবর আজমের দলের এক নম্বর বোলার। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে আফ্রিদি হাঁটুতে চোট পেয়েছিলেন, তারপর থেকে তিনি মাঠে নামতে পারেননি। ডাক্তাররা তাঁকে ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অক্টোবরে হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে আফ্রিদিকে নিয়ে কোনও ঝুঁকি না নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB/পিসিবি) জানিয়ে দিল, আসন্ন এশিয়া কাপ ও দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্দে সিরিজে  তিনি খেলবেন না।

আগামী ২৮ অগাস্ট দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে পাকিস্তান। আফ্রিদির চোট পেয়ে ছিটকে যাওয়াটা রোহিত শর্মাদের কাছে নিশ্চিতভাবেই সুখবর। কারণ সাম্প্রতিকালে ভারত-পাক ম্যাচ রোহিত, কোহলিদের বারবারই সমস্যায় ফেলেছেন ২২ বছরের তারকা এই পেসার। আরও পড়ুন-

লর্ড শার্দুলেই রাজা-রা বনে গেলেন প্রজা, সিরিজ জিততে রাহুলদের চাই ১৬২

দেখুন টুইট

পিসিবি জানিয়ে দিল, টি টোয়েন্ট বিশ্বকাপ শুরুর আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে পাকিস্তান দলে ফিরবেন আফ্রিদি। তাঁর পরিবর্তে তারকা পেসার হাসান আলি-কে আসন্ন এশিয়া কাপে বাবর আজমদের স্কোয়াডে নেওয়া হল। ২৮ অগাস্টের পর সুপার ফোর রাউন্ডেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা।