Shardul Thakur (Photo Credits : Getty Images)

হারারে (জিম্বাবোয়ে), ২০ অগাস্ট: ভারত-জিম্বাবোয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মত দ্বিতীয়টাতেও একেবারে অসম, একতরফাভাবেই শেষ হওয়ার ইঙ্গিত থাকল। শনিবার, হারারাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ৩৮.১ ওভারে মাত্র ১৬১ রানে অল আউট হয়ে গেল। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবোয়ে প্রথম ম্যাচে ৪০.৩ ওভারে ১৮৯ রানে অল আউট হয়েছিল, ভারত সেই রানটা মাত্র ৩১তম ওভারে বিনা উইকেটেই তুলে নিয়েছিলেন। প্রথম ম্যাচের মতই ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করলেন আফ্রিকার গরীব এই দেশের ব্যাটাররা।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লোকেশ রাহুল। এদিন, দীপক চাহারের জায়গায় খেলে শার্দুল ঠাকুর ৩৮ রানে ৩ উইকেট তুলে নেওয়ার দারুণ একটা স্পেল করলেন। ভারতের ৬জন বোলারই উইকেট পেলেন। মাত্র ৩৮.১ ওভারে শেষ হলে সিকান্দার রাজাদের ইনিংস। ভারতীয়দের শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের সামনে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত চাপে থাকলেন জিম্বাবোয়ের ব্যাটার-রা। কিছুটা লড়লেন সিন উইলিয়ামস (৪২) ও রায়ন বুর্ল (৩৯ অপরাজিত)। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, দীপক হুডা-একটি করে উইকেট নেন।

দেখুন টুইট

মাত্র ১০৫ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়েছিল জিম্বাবোয়ে। ৩১ রানে ৪ উইকেট থেকে কিছুটা লড়েন রাজা-উইলিয়ামস। তবে কুলদীপ যাদবের বলে রাজা (১৬) আউট হয়ে যান। সিরিজ জিততে লোকেশ রাহুলদের এখন করতে হবে ১৬২ রান।