খেলার দুনিয়ায় চোটের গ্রহে চাঞ্চল্যকর ঘটনা। জাপান, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সে চলছে এফআইবিএ বিশ্বকাপ (FIBA World Cup 2023)। সেই বিশ্বকাপের মাঝে এক খেলোয়াড়ের লাগা চোট থেকে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। গত ৩০ অগাস্ট বিশ্বকাপের ম্যাচে সাউথ সুদানের বিরুদ্ধে নেমেছিল সার্বিয়া। সেই ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সার্বিয়ার বোগদান সিমানিচের (Bogdan Bogdanovic ) সঙ্গে সংঘর্ষ হয় সাউথ সুদানের এক খেলোয়াড়ের। সাউথ সুদানের সেই খেলোয়াড়ের কনুই গিয়ে লাগে সিমানিচের পেটে।
আঘাতের পর কোর্টে যন্ত্রণায় লুটিয়ে পড়েন সার্বিয়ার সেই খেলোয়াড়। এরপর তাঁকে ফিলিপন্সের রাজধানী ম্যানিলার এক হাসপাতালে ভর্তির পর অস্ত্রপচার করা হয়। এরপরেও তাঁর ব্যথা না কমায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বিশেষ প্যানেল গড়া হয়।
দেখুন ভিডিয়ো
🗣️ Bogdan Bogdanovic’den rakibine:
“Çok küçüksün!” 😏🫳
🎥 @FIBAWC
— TrendBasket (@TrendBasket) September 5, 2023
সার্বিয়ার সেই তারকা বাস্কেটবল খেলোয়াড়ের চোট সরাতে একটি কিডনি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলার কোর্টে লাগা চোট থেকে শেষ অবধি সিমানিচের কিডনি অপরাশেন করে বাদ দেওয়া হল। এখন তিনি ভাল আছেন বলে জানা গিয়েছে। লিথুনিয়াকে হারিয়ে চলতি বাস্কেটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া।