New Zealand Women (Photo Credits: ANI)

লন্ডন, ২১ সেপ্টেম্বর: নিরাপত্তার অভাববোধ করার কারণে ক দিন আগেই পাকিস্তানে ম্যাচ শুরুর আগেই সিরিজ বাতিল করে দেশে ফেরে নিউ জিল্যান্ড দল। এবার সরাসরি বোমা হুমকির মুখে পড়ল নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দল (New Zealand Women's Cricket Team)। লেস্টারে আজ, মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ইংল্যান্ডের (Engalnd) বিরুদ্ধে খেলতে নামছে নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দল।

তার আগে নিউ জিল্যান্ড মহিলা দলকে ই মেলের মাধ্যমে দেওয়া হল হুমকি। সেই মেলে লেখা হয়েছে, তারা যদি লেস্টারে খেলে নামে তাহলে তাদের টিম হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। বা তাদের দেশে ফেরার বিমানে রাখা থাকবে বোম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও পড়ুন: মিতালিদের হারিয়ে টানা ২৫ ওয়ানডে-তে জয় অজিদের, ক্যাঙারুর দেশে খারাপ শুরু ভারতের

দেখুন টুইট

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই মেলের কথা স্বীকার করেছে। কিউই ক্রিকেটাররাও শিকার করেছেন এমন কথা। যদিও এই মেলকে ভুয়ো হুমকি বলেই মনে করছে স্থানীয় পুলিশ। তবে কোনও ঝুঁকি না নিয়ে এই ম্যাচের আগে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।