Sean Williams: ছোট বলেই তুচ্ছ নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া দলের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করলেন সেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা না পাওয়া দেশের এক ব্য়াটসম্যান। রবিবার বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন জিম্বাবোয়ের ৩৮ বছরের তারকা ব্যাটার সিন উইলিয়ামস। প্রোটিয়াদের শক্তিশালী বোলিংলাইন আপের বিরুদ্ধে দুরন্ত লড়াই করে টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটি পূর্ণ করলেন বুলাওয়ের বাঁ হাতি তারকা ব্য়াটার। দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস ৯ উইকেটে ৪১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করার পর, এদিন তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে।
কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সেঞ্চুরি সিনের
মাত্র ২৮ রানের মধ্যে দুই উইকেট হারানোর পাশাপাশি জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট (১৯ অবসৃত) চোট পেয়ে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কোডি ইউসুফের বলে পরপর ফিরে যান তাকুগজোয়ানেশে কাইতানো (০) ও নিক ওলেয়জ (৪)। এরপর চারে ব্য়াট করতে নামেন সিন উইলিয়ামস। পঞ্চম উইকেটে সিন ও অধিনায়ক গ্রেগ এরভিন ভাল লড়াই করেন। তবে শেষ পর্যন্ত প্রোটিয়া স্পিনার তথা অধিনায়ক কেশব মহারাজের বলে বোল্ড হয়ে যান জিম্বাবোয়ের অধিনায়ক এরভিন (৩৬)।
সিনের সেঞ্চুরি
Test century No. 6 for Zimbabwe’s ever-reliable Sean Williams 💯 pic.twitter.com/qVOIJMbfek
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 29, 2025
ঘরের মাঠে দুরন্ত টেস্ট সেঞ্চুরি সিন উইলিয়ামস
জিম্বাবোয়ের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ২০০টি উইকেট পাওয়ার নজির গড়লেন কেশব মহারাজ। অধিনায়ক ফিরে যাওয়ার পর জিম্বাবোয়ে পরপর হবারায় উইলসি মাধাভেরে (১৫), প্রিন্স মাদেভেরে ৯৭) ও তাফাদজা সিগা (৯)-র উইকেট। প্রোটিয়া পেসার মুলডার এই তিনটি উইকেট নেন। ৩ উইকেটে ১৬৭ থেকে ২০১ রানে ৬ উইকেট হয়ে গিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।