ব্য়াডমিন্টনে ইতিহাস। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (Badminton Asia Championship 2023) ডবলসে এই প্রথম সোনা জিতল ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy ) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। পাশাপাশি দীর্ঘ ৫৮ বছর পর এশিয়ান ব্যাডমিন্টনে পদক জিতল ভারত। দুবাইয়ে আয়োজিত পুরুষদের ডবলসের ফাইনালে বিশ্বের আট নম্বর মালয়েশিয়ার জুটি ওনং ইউ সিং-তিও ইয়ে ইয়ি-কে ১৬-২১, ২১-১৭, ২১-১৯ হারিয়ে ইতিহাস গড়া সোনা জিতলেন সাত্বিক সাইরাজ-চিরাগ শেঠি জুটি। ফাইনালে একটা গেমে পিছিয়ে পড়ার পর, দুরন্ত কামব্যাক করে ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ। টোকিও অলিম্পিকে সোনা জয়ী চাইনিজ তাইপের লি ইয়াং ও ওয়াং চি-লিনকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সাত্বিক-চিরাগরা।
অন্ধ্রপ্রদেশের অমলাপুরমের ২২ বছরের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং ২৫ বছরের মুম্বইয়ের চিরাগ শেট্টি-র ইতিহাস গড়া খেতাবের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা। আরও পড়ুন-ধোনি গড়ে ২০০ রান তাড়া করে মিথ ভাঙা জয় পঞ্জাবের, চিপকে নজির ধাওয়ানদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা টুইট
Prime Minister Narendra Modi congratulates Satwik SaiRaj Rankireddy and Chirag Shetty for becoming the first Indian Men's Doubles pair to win the Badminton Asia Championships Title. pic.twitter.com/2C6L2DG725
— ANI (@ANI) April 30, 2023
দেখুন টুইট
Cometh the hour, cometh the men!
Satwiksairaj Rankireddy & Chirag Shetty create HISTORY by winning Badminton Asia Championships title 🏆
➡️ They beat WR 8 Malaysian duo 16-21, 21-17, 21-19 in Final
➡️ It's 1st ever Asia Championships Doubles title by Indian pair. #BAC2023 pic.twitter.com/fuEz4l4cLQ
— India_AllSports (@India_AllSports) April 30, 2023
১৯৬২ সালে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ডবলসে সোনা জিতল ভারত। এশিয়ান ব্যাডমিন্টনে সিঙ্গলসে এখনও পর্যন্ত মাত্র একটি সোনা জিতেছে ভারত। ১৯৬৫ সালে পুরুষদের সিঙ্গলসে দীনেশ খান্না সোনা জিতেছিলেন।