জাকার্তা, ১৭ জুন: গতকাল হারিয়েছিলেন দুনিয়ার এক নম্বর জুটিকে, আর আজ হারালেন ফেভারিটদের। ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2023) ব্য়াডমিন্টনে পুরুষদের ডবলসে স্বপ্নের দৌড়ে অব্যাহত রাখলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty )। সেমিফাইনালে দুনিয়ার ১২ নম্বর জুটি দক্ষিণ কোরিয়ার কাং মিন হাউ-সিও সেয়ং জে-দের বিরুদ্ধে সাচি জুটি প্রথম গেমে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বাজিমাত করলেন। টানটান লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগরা জিতলেন ১৭-২১, ২১-১৯,২১-১৮।
এই প্রথম ব্যাডমিন্টনের বিশ্ব ট্যুরে সুপার ১০০০ ইভেন্টের ডবলসের ফাইনালে খেলবেন সাত্ত্বিক-চিরাগ। ব্যাডমিন্টনে সুপার ১০০০ ইভেন্ট হল সর্বোচ্চ মানের টুর্নামেন্ট, অনেকটা টেনিসের গ্র্যান্ডস্লামের সঙ্গে মিল চলে। টেনিসে গ্র্যান্ডস্লামের মতই ব্যাডমিন্টনে বছরে চারটি সুপার ১০০০ ইভেন্ট হয়- ১) মালয়েশিয়া ওপেন (জানুয়ারি) ১) অল ইংল্যান্ড ওপেন (মার্চ), ৩) ইন্দোনেশিয়া ওপেন জুন) ও ৪) চিনা ওপেন (সেপ্টেম্বর)।
দেখুন টুইট
Our boys are through to FINAL of prestigious Indonesia Open 🔥🔥🔥
Satwiksairaj Rankireddy & Chirag Shetty beat World No. 12 Korean duo 17-21, 21-19, 21-18 in Semis.
➡️ Yesterday they had knocked OUT WORLD No. 1 duo Fajar Alfian & Muhammad Ardianto. #IndonesiaOpen2023 pic.twitter.com/ZrKNrMKq9i
— India_AllSports (@India_AllSports) June 17, 2023
গতকাল, শুক্রবার ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুনিয়ার এক নম্বর জুটি ইন্দোশিয়ার ফাজার আলফিয়ান-মহম্মদ আরদিয়ান্তোকে ২১-১৩,২১-১৩ হারিয়ে ছিলেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ। দুনিয়ার এক নম্বর জুটিকে টানা দুটি ম্যাচ হারালেন ভারতের সাচি জুটি। পেশাদার ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস ব়্যাঙ্কিংয়ে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি সাত নম্বরে আছেন।