প্যারিস অলিম্পিক্সের আগে পিভি সিন্ধুর হতাশজনক ফর্ম নিয়ে যতই চিন্তাই থাকুক ভারত, পুরুষদের ডবলসে চমকপ্রদ ফলের আশা দিন দিন বাড়ছে। ব্যাডমিন্টনের বড় টুর্নামেন্টে নিয়মিত ফাইনালে ওঠার অভ্যাসটা শুরু করে দিল ভারতীয় তারকা জুটি। অবিশ্বাস্য পারফরম্যান্স অব্যাহত ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি সাটচি-র। ইন্দোনেশিয়ার পর এবার কোরিয়ান ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে উঠলনে সাত্ত্বিকসাইরাজ রানকেরেড্ডি (Satwiksairaj Rankiraddy)-চিরাগ শেট্টি (Chirag Shetty) জুটি। সেমিফাইনালে বিশ্বের দু নম্বর জুটি চিনের ওয়াং ছাং-লিয়াংদের ২১-১৫,২৪-২২ হারালেন সাত্ত্বিক-চিরাগ।
প্রথম গেমে অনায়াসে জেতার পর, দ্বিতীয় গেমে সাত্ত্বিকরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যান। একেবারে শেষে জেতেন সাত্ত্বিকরাই। এই প্রথম চিনের ওয়াং ছাং-লিয়াং জুটির বিরুদ্ধে জিতলেন ভারতের সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টিরা। আরও পড়ুন-ক্রিকেট বল নিয়ে ফুটবল! দেখুন জেমস অ্যান্ডারসনের আজব কীর্তি
দেখুন টুইট
Our boys are on Fire 🔥🔥🔥
✨ Satwik & Chirag storm into FINAL of Korea Open ✨
➡️ The WR 3 Indian duo BEAT WR 2 Wang Chang & Liang Weikeng 21-15, 24-22 | Its 1st ever win for Satchi against them.
➡️ Its 3rd BWF World Tour Final of the year for Satchi. #KoreaOpenSuper500 pic.twitter.com/cda7YoJfYy
— India_AllSports (@India_AllSports) July 22, 2023
গতকাল, শুক্রবার কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জাপানের জুটি তাকুরো-কাবাইয়াশিকে ২১-১৪, ২১-১৭ হারান সাত্ত্বিক-চিরাগরা। চলতি বছর এটা নিয়ে তৃতীয় BWF ট্যুরের ফাইনালে খেলবেন সাত্ত্বিক-চিরাগরা। গত মাসে ইন্দোনেশিয়ান ওপেনে সুপার ১০০০ ডবলসে ঐতিহাসিক খেতাব জয়ের পথে সাত্ত্বিক-চিরাগরা হারিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানি জুটিকে।