মেলবোর্ন, ১৫ জানুয়ারি: শেষবার গ্র্যান্ডস্লামে খেলতে নামছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনেই (Australian Open Tennis 2023) শেষবার খেলতে দেখা যাবে সানিয়াকে। তারপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেনে খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন ৩৬ বছরের হায়দরাবাদের টেনিস তারকা। জীবনের শেষ গ্র্যান্ডস্লামে সানিয়া মহিলাদের ডবলসে জুটি বাঁধছেন রাশিয়ান-কাজাকিস্তানের খেলোয়াড় আনা ডানিলিনার (Anna Danilina) সঙ্গে।
২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন থেকেই সানিয়ার পেশাদার টেনিস কেরিয়ার শুরু হয়েছিল সানিয়ার। ২০০৪ সাল থেকে পেশাদার টেনিস সার্কিটে খেলা ৬টি গ্র্যান্ডস্লামের মালকিন সানিয়া সিঙ্গলসে প্রথম ভারতীয় হিসেবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন। ২০০৬-০৭ মরসুমে সিঙ্গলসে তিনি প্রথম ৩০-এ ঢুকে নজির গড়েছিলেন। মহিলাদের ডবলসে তিনটি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি, আছে একটি রানার্সের ট্রফিও। মিক্সড ডবলসে জিতেছেন ৩টি গ্র্যান্ডস্লাম খেতাব। আরও পড়ুন-সরাসরি কখন কীভাবে দেখবেন ভারত-ইংল্যান্ড হকি বিশ্বকাপের ম্যাচ
দেখুন টুইট
Australian Open: In Women's Doubles: Sania Mirza will be partnering Anna Danilina (8th seeds).
➡️ Mixed Doubles draw not yet out
➡️ No Indian challenge in Singles #AusOpen pic.twitter.com/JSPQ4m8Ndt
— India_AllSports (@India_AllSports) January 15, 2023
অজি ওপেনে মহিলাদের ডবলসে প্রথম রাউন্ডের ম্যাচে অষ্টম বাছাই সানিয়ারা বুধবার খেলবেন ডালমা-গালফি-বারনার্দা পেরার বিরুদ্ধে। মিক্সড ডবলসের ড্র এখনও না হওয়ায় বোঝা যাচ্ছে না সানিয়াকে দেখা যাবে কি না। এবার অজি ওপেনের সিঙ্গলসে কোনও ভারতীয় খেলোয়াড়দের দেখা যাবে না। তবে পুরুষদের ডবলসে থাকছেন রোহন বোপান্না-ম্যাথু ইবদেন, রামকুমার রামানাথন-মিগুয়েল রেইস ও ইয়ুকি ভামরি-সাকতে মায়েনেনি জুটি।