অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসের ফাইনালে হেরে ভারতের টেনিস মহাতারকা সানিয়া মির্জা-র বর্ণময় গ্র্যান্ডস্লাম কেরিয়ারের ইতি ঘটল। শুক্রবার রড লেভার এরিনায় ফাইনালে সানিয়া-রোহন বোপান্নারা ৬-৭, ২-৬ হারলেন ব্রাজিলের লুইসা স্টেফানি-রাফায়েল মাতোস জুটির কাছে। গ্র্যান্ডস্লামে কেরিয়ারের শেষ ম্যাচে জিতলেই তাঁর সপ্তম গ্র্যান্ডস্লামটা জিততে পারতেন ৩৬ বছরের সানিয়া। কিন্তু সানিয়ার শেষটা স্মরণীয় হলেও পুরোপুরি রূপকথার হল না। যদিও মেয়ের শরীর খারাপের মাঝে, চোট নিয়ে খেলেও ৩৬ বছরে গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলাটাও মোটেও কম কথার নয়।
জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলতে নেমে রানার্সের ট্রফি হাতে আবেগে ভাসলেন সানিয়া। চোখে জল নিয়ে আবেগ ধরে রাখতে না পেরে বললেন, ২০০৫ সালে মহিলাদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডে তাঁর ম্যাচের কথা। সানিয়ার কথায় পুরোপুরি আবেগের বিস্ফোরণ। ভারতীয় মহিলা টেনিসের পোস্টার গার্ল তাঁর দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে রেখে গেলেন অনেক স্মৃতি, অনেক রেকর্ড। আরও পড়ুন-তিন গোলে হেরে বিদায়, সৌদিতেও রোনাল্ডোর দু:সময় অব্যাহত
দেখুন ভিডিয়ো
“My professional career started in Melbourne… I couldn’t think of a better arena to finish my [Grand Slam] career at.”
We love you, Sania ❤️@MirzaSania • #AusOpen • #AO2023 pic.twitter.com/E0dNogh1d0
— #AusOpen (@AustralianOpen) January 27, 2023
এবার সানিয়াকে শেষবার পেশাদার টেনিস সার্কিটে দেখা যাবে দুবাই ওপেনে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের দুবাই ওপেন। সেটাই হবে সানিয়ার কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। তবে পেশাদার টেনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সানিয়াকে আর দেখা যাবে না। প্রসঙ্গত, চোটের কারণে ২০১২ সালের পর থেকে আর সিঙ্গলসে না খেলে ডবলস-মিক্সড ডবলসে জোর দেন সানিয়া।
দেখুন ছবিতে
Sania Mirza bids goodbye to the Slam stage ?
She has won both the Doubles (2016) and the Mixed Doubles (2009) at the Australian Open pic.twitter.com/kkk2BDxZr3
— ESPN India (@ESPNIndia) January 27, 2023
এক নজরে গ্র্যান্ডস্লামে সানিয়া
সিঙ্গলসে- সেরা ফল-
২০০৫ ইউএস ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে
২০০৫ ও ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড
উইম্বলডনে চারবার দ্বিতীয় রাউন্ডে
দু বার ফরাসি ওপেনে প্রথম রাউন্ডের গণ্ডি টপকানো
ডবলসে খেতাব-
২০১৬ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন
২০১৫ উইম্বলডন চ্যাম্পিয়ন
২০১৫ ইউএস ওপেন চ্যাম্পিয়ন
২০১১ ফরাসি ওপেনে রানার্স
মিক্সড ডবলস খেতাব
২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন
২০১২ ফরাসি ওপেন
২০১৪ ইউএস ওপেন