Sakshi Malik Withdraws From Wrestlers' Protest: কুস্তিগিরদের আন্দোলন থেকে সরলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা, ফিরলেন রেলের চাকরিতে
Sakshi Malik

গতকাল, রবিবার রাতে আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর আজ, সোমবার কুস্তিগিরদের আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের মত তারকা কুস্তিগিররা। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা বিজেপি সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে কুস্তিগিরদের মুখ হয়ে উঠেছিলেন। ২০১৬ রিও অলিম্পিকে পদক জয়ী সাক্ষী আন্দোলন থেকে সরে এসে রেলের চাকরিতে যোগ দিলেন। ব্রিজভূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাক্ষীদের আশ্বাস দেন অমিত শাহ। এই কারণে সাক্ষী, পুনিয়ারা আন্দোলন থেকে সরলেন, এমনটাই দাবি।

ক দিন আগেই সাক্ষী মালিক সহ আন্দোলনকারী কুস্তিগিররা তাদের পদক গঙ্গা ছোড়ার সিদ্ধান্ত নিয়ে হরিদ্বারে গিয়েছিলেন। সেখানে কৃষক নেতাদের অনুরোধে তারা পদক ছুড়ে না দিয়ে, প্রশাসনকে আরও কটা দিন সময়সীমা দেন।

দেখুন টুইট

দেখুন টুইট

কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আর কঠোর শাস্তি দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদে বসেন দেশের কুস্তিগিররা। চলতি বছর জানুয়ারি থেকে কুস্তিগিরদের আন্দোলন চরমে ওঠে। দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন সাক্ষী মালিক সহ আন্দোলনরত কুস্তিগিরদের ওপর পুলিশের নির্যাতনের ছবি দেখে আঁতকে উঠেছিল দেশ।