জিম্বাবোয়েতে জয়ে ফিরল পাকিস্তান। রবিবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জঘন্য হারের পর, মঙ্গলবার জিম্বাবোয়েকে দশ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১-১ করার পিছনে বড় ভূমিকা নিলেন পাক ওপেনার সাইম আয়ুব। বুলাওয়েতে রান তাড়া করতে নেমে ২২ বছরের বাঁ হাতি ওপেনার আয়ুব মাত্র ৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। আয়ুবের ৬২ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংসের সৌজন্যে মাত্র ১৮.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মহম্মদ রিজওয়ানের দল।
প্রথমে ব্যাট জিম্বাবোয়ের ইনিংস মাত্র ৩২.৩ ওভারে ১৪৫ রানে গুঁটিয়ে গিয়েছিল। পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদ ৩২ রানে ৪ উইকেট নেন। সলমন আঘা নেন ৩টি উইকেট।
জয়ের জন্য ১৪৬ রানটা কোনও উইকেট না হারিয়েই করলেন আয়ুব-আব্দুল শফিকরা। পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপে করা ১৪৮ রানের মধ্যে মাত্র ৩২ রান (৪৮ বলে) করেন শফিক। সেখানে ৩টি ওভার বাউন্ডারি, ১৭টি বাউন্ডারিতে সাজানো থাকে আয়ুবের ১১৩ রানের অপরাজিত ইনিংস।
সিরিজের শেষ তথা নির্ধারক ম্যাচ হবে বৃহস্পতিবার, বুলাওয়েতে। অস্ট্রেলিয়ার পর জিম্বাবোয়েতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি নতুন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের সামনে।