India vs England 1st Test: আইপিএল থেকে ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণীর ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স করে দেশের হয়ে টেস্ট খেলার স্বপ্নপূরণ হল তামিলনাড়ুর ২৩ বছরের তারকা ব্যাটার সাই সুদর্শনের (Sai Sudharsan)। শুক্রবার লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ জিনের ক্রিকেটে অভিষেক হল সাই-য়ের। ১৯৯৬ সালে এই দিনেই ইংল্যান্ডে টেস্ট অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। দেশের ৩১৭তম ক্রিকেটার হিসেবে সাই সুদর্শনের টেস্ট অভিষেক হল। এক সময় টিম ইন্ডিয়ার টেস্টের পাকাপাকি তিন নম্বর ব্যাটার পূজারাই তাঁর উত্তরসূরি সাইয়ের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামবেন সাই। এর আগে দেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন গুজরাট টাইটান্সের তারকা ওপেনার। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে দুটি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও আর সুযোগ পাননি তিনি। এবারের আইপিএলে ৭৫৯ রান করে সাই সুদর্শন সর্বোচ্চ রানসংগ্রহকারী (কমলা টুপি) হন। তবে শুধু আইপিএল নয়, যেখানেই সুযোগ পেয়েছেন নিজেকে তিনি প্রমাণ করেছেন।
নাটকীয় প্রত্যাবর্তন করুণ নায়ারের
এদিকে, দেশের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম ম্যাচে জাতীয় দলে নাটকীয় প্রত্যাবর্তন হল করুণ নায়ারের। বীরেন্দ্র সেওয়াগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মালিক শেষবার দেশের হয়ে খেলেছিলেন ২০১৭ সালের ২৫ মার্চ, ধরমশালায়, ইংল্যান্ডের। ঠিক ৮ বছর ৩ মাস বা ৯৯ মাস পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছরের করুণ। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফম করে কার্যত পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া দরজা নাটকীয়ভাবে খুললেন করুণ নায়ার। টেস্টে ট্রিপল সেঞ্চুরি থাকলেও ৬টা টেস্টে খেলেই করুণের জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এবার ইংল্যান্ডের মাটিতে পা দিয়েই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন করুণ নায়ার। রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে ৪টি সেঞ্চুরি সহ ৬৬৩ রান (ব্যাটিং গড় ৫৪)। এবং বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি, টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি সহ ৭৭৯ রান করে ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন করুণ। গিলের দলের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে দেখা যাবে করুণ নায়ারকে।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে শার্দুল ঠাকুর
এদিকে, জাতীয় দলে প্রায় আড়াই বছর পর প্রত্যাবর্তন হল ৩৩ বছরের পেসার অলরাউন্ডার শার্দুল ঠাকুরের। শার্দুল শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরের শেষে সেঞ্চুরিয়ান। এদিন লিডসে শার্দুল তাঁর ১২তম টেস্ট খেলতে নামলেন।
লিডসে দুই দলের প্রথম একাদশ--
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক) ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বশির।