Sai Sudharsan dismissed by Ben stokes. (Photo Credits: X)

Sai Sudharsan: সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলির মত একই দিনে আজ,২০ জুন টেস্ট অভিষেক হয় তামিলনাড়ুর সাই সুদর্শনের। কিন্তু মাত্র ৪ বল খেলে শূন্য রানে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বলে আউট হয়ে গেলেন ২৩ বছরের সাই সুদর্শন।  ক দিন আগেই আইপিএলে অপ্রতিরোধ্য দেখানো সাইকে টেস্ট অভিষেকে এদিন লিডসে একেবারেই নড়বড়ে দেখাল। দেশের ৩১৭তম ক্রিকেটার হিসেবে সাই সুদর্শনের টেস্ট অভিষেক হওয়া সাই এদিন পুরোপুরি হতাশ করলেন। ক দিন আগেই আইপিএলে ৭৫৯ রান করে কমলা টুপি জিতে লিডসে এদিন টেস্ট অভিষেক হয় সাইয়ের, কিন্তু ওপেনার কেএল রাহুলের আউটের পর নেমে উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হয়ে গেলেন। এর আগে দেশের হয়ে ৩টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন গুজরাট টাইটান্সের তারকা ওপেনার। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে দুটি দুরন্ত হাফ সেঞ্চুরি করলেও আর সুযোগ পাননি তিনি। ২০২৩ সালে ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকায় অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সাই।

বিনা উইকেটে ৯১ থেকে টিম ইন্ডিয়া ২ উইকেটে ৯২

বিনা উইকেটে ৯১ থেকে ২ উইকেট ৯২ হয়ে যায় ভারতের স্কোর, পরপর রাহুল (৪২) ও সাই সুদর্শন (০)-এর উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ক্রিজে আছেন অধিনায়ক শুভমন গিল। বেশ দারুণ শুরু করে ব্রিটিশ পেসার ব্রাইডন কার্সের বলে আউট হন রাহুল (৮টি বাউন্ডারি সহ ৭৮ বলে ৪২ রান)।

দেখুন কীভাবে আউট হলেন সাই সুদর্শন

ভারতীয় টেস্ট দলে অভিষেকের টুপি সাইকে পরিয়ে দিচ্ছেন চেতেশ্বর পূজারা

অভিষেক টেস্টে শূন্য রানে আউট হওয়া তারকা ক্রিকেটাররা

গুন্ডাপ্পা বিশ্বনাথ, গ্রাহাম গুচ, মার্ভান আতাপাত্তু, সঈদ আনোয়ারের মত তারকা ব্যাটাররা টেস্ট অভিষেকে শূন্য রানে আউট হয়েছিলেন। তবে বিশ্বনাথ তাঁর অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই খেলার দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। পাকিস্তানের প্রাক্তন তারকা ওপেনার সঈদ আনোয়ার আবার তাঁর অবিষেক টেস্টের দুটো ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন। শ্রীলঙ্কার মার্ভান আত্তাপাত্তু আবার প্রথম তাঁর প্রথম তিনটি টেস্ট ইনিংসেই শূন্য রানে আউট হন।