Sunil Chhetri (Photo Credits: IANS)

মাল (মলদ্বীপ), ৬ অক্টোবর: মলদ্বীপে আয়োজিত চলতি সাফ কাপ ফুটবলের (

SAFF Championship 2021) দ্বিতীয় ম্যাচ খেলতে কাল, বৃহস্পতিবার নামছে ভারতীয় ফুটবল দল (Indian National Football Team)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে খারাপ ফুটবল খেলে ১-১ গোলে ড্র করার পর ভারতীয় দলকে নিয়ে তীব্র সমালোচনা চলছে। কোচ ইগর স্টিমাচের স্ট্র্যাটেজি কাঠগড়ায় উঠছে। আইএসএলের দেশে ফুটবলের বিপিএল দশা নিয়ে জোর সমালোচনার মাঝে সুনীল ছেত্রীরা নমছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাঁচটা দেশকে নিয়ে হচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কা তাদের প্রথম দুটি ম্যাচেই হেরে গিয়েছে।

শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর ৩-২ গোলে হারায় নেপাল। পাঁচটি দেশের রাউন্ড রবীন লিগের পর পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকা দুটি দেশ ফাইনালে উঠবে।

এখন প্রথম দুইয়ে আছে নেপাল (২ ম্যাচে ৬) ও বাংলাদেশ (২ ম্যাচে ৪)। ভারত ১ ম্যাচে ১ পয়েন্ট পেয়ে আছে তিনে। মলদ্বীপ ও শ্রীলঙ্কা কোনও পয়েন্ট পায়নি। ভারতের পরের দুটি খেলা মলদ্বীপ (বৃহস্পতিবার ও নেপালের (১০ অক্টোবর) বিরুদ্ধে। আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের টিকিটের দাম কত, কী ভাবে কিনবেন?

আসুন দেখে নেওয়া যাক ভারত-শ্রীলঙ্কা সাফ কাপের ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কোথায়, কখন অনুষ্ঠিত হবে

এই ম্যাচটি মলদ্বীপের রাজধানী মালের স্টেডিয়ামে ৭ অক্টোবর, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে।

টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

ইউরো স্পোর্টস এসডি ও এইচডি চ্যানেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ

অনলাইনে কীভাবে সরাসরি দেখবেন এই ম্যাচ

জিও টিভি ও ডিসকভারি প্লাস অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

ভারত ফিফা ক্রম তালিকায় এখন কত নম্বরে

১০৭ নম্বরে

শ্রীলঙ্কা ফিফা ক্রম তালিকায় কত নম্বরে

২০৫ নম্বরে