Sachin Tendulkar (Photo Credit: @PressReporter07/ X)

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সবার আগে চলে আসে সচিন তেন্ডুলকর আর শোয়েব আখতারের কথা। ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়ানে ভারত-পাকিস্তান ম্যাচে শোয়েব আখতারের বলে সচিন তেন্ডুলকর চিরস্মরণীয় একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। পাকিস্তানের ২৭৩ রান তাড়া করতে নেমে সচিন সেই ম্যাচে ৯৮ রান করে কার্যত একা হাতে পাকিস্তানকে হারিয়েছিলেন। যদিও শোয়েব আখতারের বলে আউট হয়ে একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল মাস্টার ব্লাস্টারের।

২০ বছর বাদে বিশ্বকাপে আরও একটা ভারত-পাক ম্যাচ। শনিবার মোদী স্টেডিয়ামে অনায়াসে পাক বধ করল টিম ইন্ডিয়া। আর এই নিয়ে শোয়েব আখতারকে বিদ্রুপ করে সচিন সোশ্যাল মিডিয়ায় তার পুরনো পোস্টে জবাব দিলেন। শোয়েব গতকাল এক্সে লিখেছিলেন, ভাল কিছু করতে হলে মাথাটা ঠান্ডা রাখো। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সেই পুরনো টুইটে ম্যাচ শেষে জবাব দিয়ে মাস্টার ব্লাস্টার লিখলেন, আমার বন্ধ। তোমার পরামর্শ অনুসরণ করলাম। আর সত্যি সবকিছু ঠান্ডা আছে।"আরও পড়ুন-আটে আট ভারতের

দেখুন শোয়েবকে সচিনের কটাক্ষ

পাকিস্তান মাত্র ১৯১ রানে অল আউট হওয়ার পর শোয়েব তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, মাথাটা গরম আছে ঠিকই, কিন্তু আমায় নিজেকে নিজে বলতে হবে, ঠান্ডা থাক। ম্যাচ শেষে শোয়েব আখতার বললেন, বাবর আজমরা আমেদাবাদে যেভাবে হারলেন সেটা বড় হতাশার। কিন্তু এখনও টুর্নামেন্টের অনেকটা বাকি আচে। বাবরদের মাথা ঠান্ডা রেখে, আজকের হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ভারত বড় ম্যাচ অনায়াসে জিতছে, এটা ওদের পক্ষে খুব ভাল দিক।"