টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-২ এর ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি উভয় দলের জন্যই ডু অর ডাই ছিল। যে জিতবে সে চলে যাবে সেমি ফাইনালে, হারলেই ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটের ম্যাচে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল । ম্যাচ হারতেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ দল।
South Africa are through to the semi-finals following an edge-of-your-seat thriller 😲#T20WorldCup | #WIvSA pic.twitter.com/v8gkZXYKeq
— ICC (@ICC) June 24, 2024
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। এরপর দক্ষিণ আফ্রিকা খেলতে নামলে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকে। খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য পায়। জবাবে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল ৫ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলে। এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের জয়যাত্রা অব্যাহত রয়েছে। টুর্নামেন্টে এখনো অবধি ৭টি ম্যাচ টানা জিতেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ২ তে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল তাদের তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকে শেষ করেছে সুপার এইট। এমন পরিস্থিতিতে সেমিফাইনালে গ্রুপ-১-এ দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের হয়ে তাবরেজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন। যার জন্য তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন।
What a finish in Antigua 🥵
The Proteas go through to the #T20WorldCup Semi-Finals 🌟#WIvSA 📝 https://t.co/Gv3hNXD6c4 pic.twitter.com/tWbznVDrIk
— ICC (@ICC) June 24, 2024