Ruben Neves Carries Diogo Jota’s Coffin in Heartbreaking Tribute. (Photo Credits: X)

Diogo Jota: ক দিন আগেই লিভারপুলের জার্সিতে প্রিমিয়র লিগ জিতেছিলেন। তারপর পর্তুগালের জার্সিতে জেতেন উয়েফা নেশনস লিগ। গত বৃহস্পতিবার জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে স্পেনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগীজ তারকা ফুটবলার দিয়েগো জটা ও তার পেশাদার ফুটবলার ভাই আন্দ্রে জটা। এদিন, চোখের জলে শেষ বিদায় জানাল হল ফুটবলার জোটাদের। জটাদের দেহ পর্তুগালে তাঁদের গ্রামের বাড়ির পাশে শায়িত করা হয়। লিভারপুল থেকে পর্তুগালে জটার সহ ফুটবলাররা তাঁর শেষকৃত্যে হাজির থাকলেন। তবে তিনি গেলে শোকের পরিবেশে ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় বন্ধু জটার শেষকৃত্যে উপস্থিত থাকলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সতীর্থ ফুটবলার রুবেন নেভেস কফিন বইতে গিয়ে কেঁদে ফেললেন

পর্তুগালের তারকা ফুটবলার রুবেন নেভেস তাঁর প্রিয় সতীর্থ জটার কফিন বহন করার সময় কেঁদে ফেললেন।

দেখুন দিয়েগো ও আন্দ্রে জটার গাড়ি কীভাবে দুর্ঘটনার মুখে পড়ে

জোটাদের শেষ বিদায়

কীভাবে দুর্ঘটনা হয়

স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে গাড়ি দুর্ঘটনার পর জটাদের গাড়িতে আগুন ধরে গিয়েছিল। এর ফলে তাঁদের দেহ বিকৃতি অবস্থায় উদ্ধার হয়েছিল। দিয়েগো জটার কপিনকে জড়িয়ে কাঁদতে তাঁকে দেখা যাচ্ছে মাত্র ২ সপ্তাহ আগে বিয়ে করা তাঁর স্ত্রী রুট কার্ডোসা। মাত্র ২ সপ্তাহ হয়েছিল জটা বিয়ে করেছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুট কার্ডোসোকে। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯টি ম্য়াচ খেলেন। আর ক মাস পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিশ্বকাপে খেলার কথা ছিল দিয়েগো জটার।