মুম্বই, ১৮ এপ্রিল: চলতি আইপিএলে (IPL 2022) তাঁর দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেললেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্রিটিশ ওপেনার জোস বাটলার (Jos Buttler)। ১৪ দিনের মধ্যে একই আইপিএলে দুটো সেঞ্চুরি করে নজির গড়লেন বাটলার। সোমবার ব্রাবোর্নে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ওপেন করতে নেমে বাটলার ৬১ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। আইপিএলের ইতিহাসে বাটলারের এটি তৃতীয় সেঞ্চুরি। বাটলারের সেঞ্চুরির সুবাদে কেকেআর-এর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে করল ৫ উইকেটে ২১৭ রান।
একেবারে স্বপ্নের ফর্মে থাকা কেকেআর-এর বিরুদ্ধে সেঞ্চুরি করা ইনিংসে মারলেন ৫টা ওভার বাউন্ডারি, ৯টা বাউন্ডারি। কেকেআর বোলারদের একেবারে ক্লাবস্তরে নামিয়ে আনেন। শেষের দিকে প্যাট কামিন্সের বলে আউট হন বাটলার। আরও পড়ুন: আইপিএলে করোনা হানা
দেখুন টুইট
💯 for @josbuttler! 🙌 🙌
What a knock this has been from @rajasthanroyals right-hander! 👏 👏
His 2⃣nd hundred of the #TATAIPL 2022 & 3⃣rd IPL ton overall! 👌 👌
Follow the match ▶️ https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/xQyj6yejl1
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
গত ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে নবি মুম্বইয়ে বাটলার করেছিলেন ৬৮ বলে ১০৯ রান। আইপিএলের শেষ পাঁচটা সেঞ্চুরির মধ্যে তিনটেই বাটলারের। গত বছর আইপিএলে সানরাইজার্সের হায়দরাবাদের বিরুদ্ধে বাটলার ৬৪ বলে ১২৪ রান করেছিলেন। টি-২০-তে বাটলারই যে দুনিয়ার সেরা সেটা এক কথায় শিকার করছেন। চলতি আইপিএলে পাঁচটা ম্যাচ খেলে দুটো সেঞ্চুরি হয়ে গেল রাজস্থানের ব্রিটিশ ওপেনারের।